
ক্রমশ ভয় ধরাচ্ছে নিপা আতঙ্ক, হাসপাতালে ভর্তি এক পরিযায়ী শ্রমিক
সুমনা সরকার, 24Hrs Tv ওয়েব ডেস্ক ঃ ডেঙ্গির পর এবার ক্রমশ ভয় ধরাচ্ছে নিপা আতঙ্ক। নিপা আতঙ্কে এক পরিযায়ী শ্রমিককে ভর্তি করা হল বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হতে পারে এনআইভি পুনেতে। পরীক্ষার ফল দেখেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। জানাল স্বাস্থ্য দফতর।

মৃত্যুর হার করোনার থেকে ৪০ গুণ বেশি! কেরালায় এখন আতঙ্কের আর এক নাম নিপা ভাইরাস। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬। এমনকি, মৃত্যুও হয়েছে ২ জনের। সংক্রমণ রুখতে ৭ গ্রামকে ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। আপাতত কিছুদিন বন্ধ স্কুল-কলেজও। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেলেঘাট আইডি হাসপাতালে যিনি ভর্তি রয়েছেন, তিনি কেরলের পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। সেখান থেকে ফেরার পরই অসুস্থা হয়ে পড়েন তিনি। জ্বর-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন কলকাতার একটি সরকারি হাসপাতালে। এরপর ওই পরিযায়ী শ্রমিককে ভর্তি করা বেলেঘাট আইডি হাসপাতালে।

এদিকে পুজোর মুখে ফের ডেঙ্গি প্রকোপ বাড়ছে রাজ্য। নদিয়ার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এবার প্রাণ গেল এক কলেজ ছাত্রীর। মৃতের নাম সুস্মিতা মণ্ডল। বাড়ি, শান্তিপুরের ফুলতা গ্রামে। গত কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে ভর্তি করা হয় রানাঘাটে মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না।