মহারাজদের নাচের মধ্যে দিয়ে বেলুড়ে প্রতিমা নিরঞ্জন

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : সৌরভ দত্ত: চিরাচরিত প্রথা মেনে দশমীর সন্ধ্যায় বেলুড় মঠে প্রতিমা নিরঞ্জন হল। মঙ্গলবার এই নিরঞ্জন দেখতে বেলুড় মঠে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। নিরঞ্জনের আগে মাকে বরণ করা হয়। সন্ন্যাসীরা ঢাক ঢোল কাঁসরের তালে ধুনুচি নৃত্য করেন। এরপর মঠের নিজস্ব গঙ্গার ঘাটে, মায়ের মন্দিরের সামনের ঘাটে মা দুর্গার নিরঞ্জন হয়। বোধনের পরে স্বাভাবিক নিয়মেই তো আসে বিসর্জনের লগ্ন। এসেছেও। মঙ্গলবার দশমীতে দুপুরের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনপর্ব। প্রথমে মূলত বাড়ির পুজোগুলির বিসর্জন হয়েছে, হয়েছে আবাসনের পুজোর প্রতিমা নিরঞ্জন। এর পরে হবে বারোয়ারি।

জেলায়-জেলায়, মহল্লায়-মহল্লায়, পাড়ায়-পাড়ায় আজ বিষাদের সুর। সেই বিষাদের সুরই বেলুড় মঠেও। তবে এখানে সন্ন্যাসীদের দৃষ্টিভঙ্গি আলাদা। মা চলে যাচ্ছেন সেই কষ্ট তাঁদের আছে ঠিকই, তবে মায়ের মনে তো বেশি কষ্ট। মা যাতে বিদায়ের সময়ে দেখে যান যে, তাঁর সন্তানেরা আনন্দেই রয়েছে, তাই সন্ন্যাসীরা নেচে-গেয়ে মাকে আনন্দিত করেন। এই ভাব বজায় রেখেই প্রতিমা নিরঞ্জন হল সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *