“ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ” বার্তা মুখ্যমন্ত্রীর

Read Time:1 Minute

24 HrsTv, ওয়েব ডেস্কঃ উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে তৎপর হয়েছে বিজেপি। এর বিরোধিতাও করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। অখণ্ড বাংলার বার্তা মুখ্যমন্ত্রীর শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে “ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ”।
তিনি আরও বলেন, “আমি উত্তরবঙ্গকে ভালবাসি। দু’মাস অন্তর উত্তরবঙ্গে আসি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলা। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার। উত্তরবঙ্গে কলেজ, হাসপাতাল হয়েছে। বিশেষভাবে পর্যটনে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাই। আমরা সবাইকে নিয়ে কাজ করি। আমরা সবাই এক আছি বলে শান্তি বজায় রয়েছে। কোনও প্ররোচনায় কান দেবেন না। কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *