
এবার অরণ্যর হাতের জাদুকাঠি ছুল কালীপ্রতিমা তৈরীতে
24Hrs TV, ওয়েব ডেস্কঃ ছোটবেলা থেকেই হাতের নানান কাজে সবার চোখ টানে এই ছেলেটি। সঙ্গে ছিল প্রতিমা তৈরির শখও। একরত্তি ছেলেটি কয়েকদিন আগে কাগজ ও ফেলে দেওয়া অজস্র জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিল। ঠিক একইভাবে কাগজ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে মাত্র ১ ফুটের কালী তৈরি করল সে। খুদে অরণ্য দত্তর তৈরি খুদে কালী প্রতিমা দেখে চক্ষু চড়কগাছে পুরুলিয়া শহরবাসীর। পুরুলিয়া শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র অরণ্য। লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ নিয়ে সবসময় বুঁদ হয়ে থাকে সে। তেমন কোনও প্রথাগত শিক্ষা নেই অরণ্যর। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শিল্পকর্মে বরাবরের ঝোঁক ওই খুদের। অরণ্যর কথায়, ‘‘প্রতিমা বানাতে খুব ভাল লাগে। দুর্গা ও কালী প্রতিমা তৈরি করে খুব আনন্দ পেয়েছি।’’
গত সাতদিন ধরে কালীপ্রতিমা তৈরি করবে বলে ভীষণ ব্যস্ত ছিল খুদে অরণ্য। তবে এই কাজে তাকে খানিকটা সাহায্য করেছেন তাঁর মা। অরণ্যর বাবা সোমনাথ দত্ত বলেন, ‘‘শুধুমাত্র কাগজ ও তার ওপর রং করে এবং বেশ কিছু ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এই কালীমূর্তি তৈরি করেছে অরণ্য। এই কাজে আমরা সবাই ওকে বরাবর খুব উৎসাহ দিই।’’ এদিকে খুদে অরণ্যর পরিবারে তার এই শিল্পকর্ম নিয়ে সবাই উৎসাহী এমনটাই জানা গিয়েছে। অরণ্যের এহেন প্রতিভার বিকাশ হয়েছিল আগেই। সেভাবেই তৈরি করেছিল প্রতিমা। সকলের এত প্রশংসা পেয়েও নির্বিকার অরণ্য। সে শুধু মনের আনন্দে হাতের কাজ করে যেতে চায়। শুভেচ্ছা অফুরান।