এবার উত্তরাখন্ডে হিন্দিতে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত

Read Time:3 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ মধ্যপ্রদেশের পর এবার উত্তরাখন্ড। হিন্দিতে দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত এমনই জানিয়েছেন। গত অক্টোবরেই ভোপালের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে প্রকাশিত হয় হিন্দিতে ডাক্তারির বই। বিজেপি শাসিত রাজ্য সেই পথেই হাঁটল।
শুক্রবার ধন সিং রাওয়াত জানান, কেন্দ্র যেভাবে হিন্দিকে গুরুত্ব দিচ্ছে সেদিকে তাকিয়েই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যেই উত্তরাখণ্ডের ডাক্তারি শিক্ষা দফতরের তরফে এক চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই নয়া সিলেবাসের খসড়া তৈরি করবে বলে জানা গিয়েছে। এদিকে, মধ্যপ্রদেশের নয়া সিলেবাসটিও খতিয়ে দেখা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই হিন্দিতে ডাক্তারি পড়ানো শুরু হয়ে যাবে এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, গত মাসে মধ্যপ্রদেশে বই প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ দেশের শিক্ষাক্ষেত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগামীদিনে যখনই ইতিহাস লেখা হবে, আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিজেপির শিবরাজ সিং চৌহান দেশের প্রথম বার হিন্দিতে ডাক্তারি পড়ানো শুরু করে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়েছেন। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি মাতৃভাষায় শিক্ষায় বিশেষ জোর দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত।”
সাম্প্রতিক সময়ে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে এমনটাই জানা গিয়েছে। ইংরাজির পরিবর্তে হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে অমিত শাহ সওয়াল করার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিকে তীব্র নিন্দায় মুখর হতে দেখা গিয়েছিল। বিরোধীরাও সমালোচনা করেছিল বিজেপি সরকারের। আদ্যিকে বিজেপি রাজ্যে হিন্দিতে ডাক্তারি শিক্ষার বইয়ের প্রকাশ থেকে পরিষ্কার, হিন্দি ভাষার গুরুত্ব আরও বাড়ানোর দিকেই পদক্ষেপ করতে চাইছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *