
এবার নেকড়ের চরিত্রে বরুণ ধাওয়ান !
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :এবার এক নয়া রূপে ধরা দেবে বরুণ ধাওয়ান । আর কিছু দিন পর অর্থাৎ আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ভেড়িয়া’। সূত্রের খবর ,সলমন খানের বলেছেন – কামড় খেলে পিছনেই খাবেন । তাঁর একদমই ইচ্ছে নেই হাতে কামড় খাওয়ার । এই ছবিতেই এক ভেড়িয়া চরিত্রে বরুণকে দেখা যাবে অর্থাৎ নেকড়ের চরিত্রে অভিনয় করবেন।
এই গল্পের প্লট দেখাচ্ছে তিনি নেকড়েতে রূপান্তরিত হয়ে যান কারন এক নেকড়ে বরুণের পিছনে কামড়ে দেবে। এই কথা সলমনকে কৃতি জানিয়ে দেন সলমন খানের পরিচালিত বিগবসের মঞ্চে হাজির হয়ে । এর উত্তরে বরুণ বলেন, সলমনকে যদি নেকড়েতে পরিণত করতেই হয় , তবে তিনি ভাইজানের হাতেই কামড়ে ,পশ্চাৎদেশে নয় । কিন্তু ভাইজান তো কারও কথা শোনার মতো পাত্র নন! তাঁর একটাই উত্তর, ” না, না…। আমার পিছনেই কামড়াও যদি কামড়াতে হয় । ভেড়িয়া যা করে সেটাই করতে হবে ।” এই বলেই তিনি নিজের পিছনটা বরুণের সামনে এগিয়েও দেন । আর এই পুরো ঘটনা দেখে কৃতি আর হাসি চেপে রাখতে পারেননি । বরুণ নিজে যদিও অনেকটা তাজ্জব হয়ে যান । সলমন যে এমনটা বলতে পারেন, সেটা তিনি নিজেও বোধহয় ভাবতে পারেননি ।
আসলে ‘ভেড়িয়া’ হল এক হরর কমেডির । এই ছবিটে বরুণ ও কৃতি ছাড়াও অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকেও। ইতিমধ্যেই ‘বিগবস’-এর এই সিজন জমে উঠেছে। কিন্তু অর্চনা গৌতম এই শো থেকে বাদ পড়েছেন । যদিও নেটিজেনদের একটা বিরাট অংশ তা নিয়ে একদমই খুশি নন । এছাড়াও সাজিদ খান বিতর্ক তো রয়েছেই। এবার বিগবসে সেই সাজিদ ও রয়েছে । যার নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক নয়, দুই নয়– দশ জন নারী বিভিন্ন সময়ে । সূত্রের খবর,সলমন তাঁর শো-য়ে একপ্রকার নিতে বাধ্য হয়েছেন সাজিদকে কারণ দিদি ফারহা খান অনুরোধ করেছিলেন । কারণ ফারহা যে তাঁর অনেকদিনের বন্ধু। এতে অবশ্য শো’র নির্মাতাদের লাভই হচ্ছে।