
গুজরাতে ফের গেরুয়া ঝড়
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : গুজরাতে টানা সপ্তমবার ভোটে জিতে তিন দশক ক্ষমতা ধরে রাখার রাজপথে বিজেপি । ঐতিহাসিক ফলের পথে গুজরাতে বিজেপি , শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীকে । ৮০ শতাংশের বেশি আসন জিতেছে পদ্ম ব্রিগেড। এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলিব্রেশন। গেরুয়া আবিরে উদযাপন শুরু দলীয় কর্মী সমর্থকদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ট্যুইটে লিখেছেন ,‘পরপর ৭ বার গুজরাত জয়ে অমিত শাহ , জে পি নাড্ডাকেও অভিনন্দন’ । উল্লেখ্য গুজরাতে এদিন গণনার শুরুর পর থেকেই এগিয়ে চলে বিজেপি। চারিদিক থেকে গেরুয়াঝড়ের খবর আসতে শুরু করে । এরপরেই উচ্ছ্বাসে মেটে ওঠে গেরুয়া শিবির। আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ চলছে। এক দিকে, আজই গুজরাত বিধানসভা নির্বাচনের গণনা চলছে । অন্য দিকে, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলও প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই । আর দুই রাজ্যেই ত্রিমুখী লড়াই চলছে। দুই রাজ্য়েই এতদিন প্রধান প্রতিপক্ষ ছিল কংগ্রেস এবং বিজেপি । এ বার আম আদমি পার্টির মাঠে পদার্পণ ঘটেছে । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপি, কংগ্রেস, দুই দলের ভোটবাক্সেই প্রভাব পড়বে ।

গুজরাতে চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে, ১২ নভম্বর । নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে শুরু থেকেই বিবাদ ছিল । বিরোধীরা প্রশ্ন তুলে বলেছে , একসঙ্গে ফলঘোষণা হলেও, ভোটগ্রহণ কেন একসঙ্গে হল না ? অভিযোগ উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গুজরাতের ভূমিপুত্র, সেখানে মর্যাদার লড়াই বিজেপি-র। আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে হিমাচলেও জয়ী হওয়া প্রয়োজন তাদের। তবে সেখানে বার বার মুখ্যমন্ত্রী বদল, দলীয় কোন্দল তাদের মাথাব্যথার ফল । বিজেপি চেষ্টায় যদিও কোনও ত্রুটি রাখেনি। হিমাচল এবং গুজরাত , দুই রাজ্যেই শাহ, মোদি, জেপি নাড্ডা-সহ দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা দফায় দফায় প্রচার চালিয়েছেন দলের হয়ে। ঘোষণা করেছেন একাধিক জনমোহিনী প্রকল্পের। কিন্তু নির্বাচনের ঠিক আগে, গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয় অস্বস্তিতে চাপে পড়ে বিজেপি । এই সেতু বিপর্যয়ে ফলে শিশু-সহ শতাধিক মানুষের মৃত্যুর হয় । এই বিপর্যয়ের জন্য দায়ী করা হয় সরকারি কারচুপি এবং দুর্নীতিকে । তবে গুজরাতে ফের গেরুয়া ঝড় আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলিব্রেশন ।