রাজভবনের তরফে দুর্গারত্ন পেল কলকাতার একটি পুজো,জেলার তিনটি পুজো

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : সৌরভ দত্ত: বাংলার সেরা পুজোকে পুরস্কৃত করার চল আগেই শুরু করেছিল রাজ্য সরকার। সেই পথে হেঁটে রাজভবনের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সেরা পুজো বেছে নিয়ে সম্মানিত করার কথা ঘোষণা করা হয় রাজ্যপালের তরফে। মঙ্গলবার রাতেই বিজয়ীদের তালিকা বেরোয়। থিম, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, বিষয় ভাবনার নিরিখে বাংলার চারটি পুজোকে পুরস্কৃত করবেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, সেরা পুজো বাছাই করা হয়েছে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে। তবে মণ্ডপে বাঙালিয়ানার প্রতিফলন আছে কি না, তাও খতিয়ে দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবনের ইমেল আইডি-তে যে সব পুজোর নাম পৌঁছেছিল, তার মধ্যে থেকেই এই চারটিকে বেছে নেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে উত্তর কলকাতার ‘টালা প্রত্যয়’,আলো ও ছায়ার সৃজনমূলক যে পরিবেশ তৈরি করা হয়েছিল, তার জন্য এই পুজো মণ্ডপকে পুরস্কৃত করা হবে। এবছরের পুজোয় দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ ছিল ‘কল্যাণী আইটিআই’পুজো মণ্ডপ। জাঁকজমক ও বিশালত্বের নিরিখে এটিকে দেওয়া হবে ‘দুর্গারত্ন সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *