শুটের দিন রচনা মাদার্স ডে নিয়ে আবেগে ভাসলেন রচনা, তিনিই হলেন রিল লাইফের দিদি

Read Time:3 Minute, 21 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : শুধু বাংলা সিনেমা নয়, হিন্দি সিনেমাতেও অভিনয় করে এসেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিগত কিছু বছর ধরে টেলিভিশনে জি বাংলা চ্যানেলে দিদি নাম্বার ১ নামে একটি রিয়েলিটি শো করছেন। এই টেলিভিশোন রিয়েলিটি শো বাংলার মহিলাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া প্রসেঞ্জিতের সাথে জুটি বেঁধে তিনি আরেকটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই শো সেরকম ভাবে জনপ্রিয়তা পায় নি। ‘দিদি নম্বর ওয়ান’ শো’তে যেভাবে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী সেই হারে জনপ্রিয়তা কম নয় অভিনেত্রীর। প্রচুর ভালবাসা এবং সমর্থন পেয়েছেন এই শো’তে। এককথায় বাড়ছে আরও জনপ্রিয়তা। বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে চলে এই শো। শো’য়ে এসে নিজেদের লড়ায়ের কথা জিবনকাহিনী তুলে ধরতে ছুটে আসেন বাংলার ঘর থেকে সকল মেয়েরা। তবে শুধু তাই নয়, অভিনেতা অভিনেত্রীরাও যোগ দেন এই শো’য়ে।

এখন ছেলেকে আগলেই সবটা রচনার। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি। তবে এবার মাদার্স ডে স্পেশ্যাল পর্বে এবার চেয়ারে বসে দেখা মিলল রচনা বন্দ্যোপাধ্যায়ের। তিনি পায়ে চোট পেয়েছিলেন। এই পর্বের শুটের দিন রচনা মাদার্স ডে নিয়ে মুখ খোলেন। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রোমো। ছেলেকে নিয়ে সর্বদা সংবেদন অভিনেত্রী। একমাত্র ছেলে তাঁর।তাঁকে ঘিরেই যত স্বপ্ন তাঁর।

সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছিলো যে, যখন তিনি পড়ে গিয়ে অসুস্থ গিয়েছিলেন। তখন যেভাবে তাঁর ছেলে তাঁর পাশে ছিলেন, সেটাই তাঁর কাছে সব থেকে বড় পাওয়া। রচনার জগত জুড়ে তাঁর পুত্র সন্তান। ছেলেকে আগলেই সবটা রচনার। দক্ষিণ কলকাতার একটি বিলাশবহুল হাউজ়িং কমপ্লেক্সে তাঁর অ্যাপার্টমেন্ট। নিজের মতো করে অ্যাপার্টমেন্ট সাজিয়ে নিয়েছেন রচনা। সেই সঙ্গে মাতৃত্বের দায়িত্বও তিনি পালন করছেন অক্ষরে-অক্ষরে। ছেলেকে তিনি বড্ড ভালবাসেন যে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *