
আবারও মানবিক অভিষেক, ছোট্ট মেয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বয়ং
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ চোখের সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি হয়েছে অস্ত্রোপচারও। কালীপুজোর দিন আমেরিকা থেকে কলকাতায় ফিরে সদ্য দলীয় কাজ শুরু করেছেন। নিজের সংসদীয় এলাকা আমতলায় উৎসবের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে অংশ নেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে একবার সাংসদের দেখা পেতে আমতলার দলীয় কার্যালয়ের বাইরে তখন জনজোয়ার উপচে পড়ছে। আট থেকে আশি ভিড় জমিয়েছেন প্রত্যেকেই। অভিষেককে শুভেচ্ছা জানাতে ভিড়ের মধ্যেই হাজির একটি বাচ্চা মেয়েও। তার চোখের সমস্যা। একটি চোখ ঢাকা। এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে অভিষেক নিজেই যাচ্ছিলেন। বাচ্চাটিকে দেখেই এগিয়ে যান তিনি। বাচ্চাটির চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এরপর নিজেই বাচ্চাটির দায়িত্ব নেন অভিষেক। তবে এই প্রথমবার নয়, এর আগেও এক সদ্যোজাতর চিকিৎসার বন্দোবস্ত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধির মানবিক ভূমিকায় খুশি প্রায় সকলেই।
পাশাপাশি, শুক্রবার দলের বিজয়া সম্মেলন শেষে টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে অভিষেকের ঘরোয়া আড্ডা। সেখানে শুধু জেলার নেতারাই নন, ছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা দলীয় শুভানুধ্যায়ীরা। অস্ত্রোপচার সেরে এসে এই প্রথম প্রকাশ্যে অভিষেক। সকলকে নিয়ে একেবারে খোলামেলা আড্ডায় মাতেন অভিষেক। এদিন সাগর থেকে বুড়িগঙ্গার ড্রেজিংয়ের কাজ দেখে এই পথেই ফিরছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থর কাছে দু’টি বিষয়ের খোঁজ নেন অভিষেক। এক, গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে বুড়িগঙ্গার ড্রেজিং কতদূর। পার্থর জানান, এবার ভাটার সময়ও সেখানে লঞ্চ চলাচলে কোনও সমস্যা হবে না। ড্রেজিং চলছে দ্রুত গতিতে। দুই, আগামী ২৫ নভেম্বর উত্তরবঙ্গ যাচ্ছেন সেচমন্ত্রী। জলপাইগুড়ির জন্য ৩টি ও আলিপুরদুয়ারের জন্য ১টি জলপ্রকল্পের প্রয়োজনীয়তার কথা অভিষেক আগেই বলেছিলেন।
এদিন অভিষেক জানতে চান তাঁর ডায়মন্ডহারবার ফুটবল টিমের কথা। এদিনই তারা প্রিমিয়ার ডিভিশনে উঠল। এবার সেই টুর্নামেন্ট কবে শুরু করা যায় প্রাথমিক কথা হয়েছে তা নিয়ে।