
অভিষেকের সফর শেষ হতেই বাঁকুড়া জেলায় সাংগঠনিক রদবদল, বদলানো হল চার অঞ্চল সভাপতিকে
24Hrs Tv ওয়েব ডেস্ক : তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে জেলায় পা রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালবৈশাখীর দুর্যোগ কে উপেক্ষা করে বড়জোড়ায় প্রচুর দলীয় কর্মী সমর্থক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো দেখার জন্য ভীড় করেছিলেন। বিকেলে বড়জোড়া পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি,কর্মী সমর্থকেদের মধ্যে প্রিয় নেতার সাথে হাত মেলাতে হুড়োহুড়ি পড়ে গেছিলেন বড়জোড়া পৌঁছানোর পর তিনি দুর্লভপুর হয়ে শালতোড়ার পথে রওনা দিয়েছিলেন।
সবে জেলা থেকে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সফর শেষ হতেই বাঁকুড়া জেলায় সাংগঠনিক রদবদল। অভিষেকের নির্দেশেই বদলানো হল চার অঞ্চল সভাপতিকে। হঠাৎ কেন এই রদবদল, তা নিয়েও রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। নবজোয়ার কর্মসূচি নিয়ে বাঁকুড়া জেলা সফর শেষ হতেই বড়সড় সাংগঠনিক রদবদল ঘটে তৃণমূলে। বাঁকুড়া দু নম্বর ব্লকে বদলে দেওয়া হল চার অঞ্চল সভাপতিকে। কিন্তু কেন বদল? এটা বদল নাকি বদলা জল্পনা তুঙ্গে। তৃনমূল নেতৃত্বের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই রদবদল। সাংগঠনিক নিষ্ক্রিয়তার পিছনে দায়ী, দাবি নেতৃত্বেরই একাংশের। সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন তাঁরা তাই তাঁদের বদলানো হয়েছে।
বিজেপির দাবি, কাটমানির নিয়ে দ্বন্দ্বের জেরেই বদল। কাটমানির ভাগ বাটওয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে বদলান হয়ছে চার অঞ্চল সভপতিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃন্মুল কংগ্রেস। বাঁকুড়া ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি বিধান সিংহ জানিয়েছেন ‘এটা কোনও হঠাৎ সিদ্ধান্ত নয়। দলীয় বিভিন্ন কর্মসূচি চলছিল, আমরা ব্যস্ত ছিলাম। কিন্তু সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।’