অন্যান্য দেশও ব্যবহার করবে ভারতের ৫জি পরিষেবা? ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :এবার দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে, দেশে চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবা। বৃহস্পতিবার আমেরিকার জন হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্য়াশনাল স্টাডিসের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতে সদ্য চালু হওয়া ৫জি পরিষেবা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ভারতে ৫জি পরিষেবা চালু হওয়ার কাহিনি এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, “ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৫জি পরিকাঠামো ও পরিষেবা তৈরি করেছে। অন্যান্য় দেশের সঙ্গেও এই প্রযুক্তি-পরিষেবা ভাগ করে নিতে প্রস্তুত ভারত।”আমরা যে ৫জি পরিষেবা চালু করেছি, তা সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তিতে ও নিজেদের উদ্যোগে তৈরি। হয়তো দক্ষিণ কোরিয়া থেকে কিছু অংশ এসেছে। কিন্তু অন্য কোনও দেশ থেকে কোনও উপাদান বা সাহায্য নেওয়া হয়নি। সুতরাং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমরা ৫জি পরিষেবা চালু করেছি। অন্য কোথাও থেকে ৫জি প্রযুক্তি আমদানি করা হয়নি। এটা সম্পূর্ণভাবে আমাদের পণ্য। যদি অন্য কোনও দেশ এই পরিষেবা ব্যবহার করতে চায়, তবে আমরা সেই পরিষেবা দিতেও প্রস্তুত।”

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০২৪ সালের মধ্যে গোটা দেশেই ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। ভারতের এই সাফল্যে সকলেই গর্বিত বলেও জানান তিনি।আগামী ডিসেম্বরের মধ্যে রিলায়েন্স জিয়োও তাদের ৫জি পরিষেবা চালু করবে বলে জানা গিয়েছে। ভোডাফোন-আইডিয়ার তরফেও ৫জি পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু কবে সেই পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, চলতি বছরের ১ অক্টোবরই দেশে ৫জি পরিষেবার সূচনা হয়েছে। ৫জির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে দেশের ৬টি শহরে-দিল্লি, বারাণসী, নাগপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়িতে এয়ারটেল ৫জি পরিষেবা চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *