
‘এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে’, প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করলেন মমতা
24Hrs Tv ওয়েব ডেস্ক : শনিবার খাদিকুলে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি এখানে জনসভা করতে আসিনি। তবে একটু আগেই আসা উচিত ছিল। কিন্তু কয়েক দিন আকাশ মেঘলা ছিল। তাই পরিস্থিতি আমায় অ্যালাউ করেনি। তবে আজ সকালেও যখন বৃষ্টি হচ্ছে আমরা রিস্ক নিয়ে বেরিয়ে আসছি। কারণ আমাকে আসতেই হবে এক বার। আমি আপনাদের সকলের কাছে মাথা নত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি।” তিনি আরও জানিয়েছেন যে, নিহত এবং আহতদের পরিবারের দুঃখ কখনও শেষ হয় না। তবু লড়াই করতে হবে। তিনি জানিয়েছেন এটা আমার তাঁর হাতে ছিল না। কিন্তু অবৈধ বাজি তৈরি করা ঠিক নয়। যিনি এ সব তৈরি করতেন সেই ভানু বাগও মারা গিয়েছেন। তাঁর পরিবারের দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।’’ এর পর ভানু প্রসঙ্গে মমতা বলেন, ‘কটকে একটি নার্সিংহোমে নাম বদল করে থাকলেও সেখানে কিন্তু পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল। তাঁকে পুলিশ গ্রেফতারও করা হয়েছিল। দুর্ভাগ্যের ব্যাপার তিনি কিছু বলার আগে মৃত্যু হয় তাঁর।’
এর পর তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আপনারা নজর রাখুন অবৈধ বাজি তৈরি হলে, শব্দবাজি যদি কোথাও তৈরি হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। যদি সেই ওসি অ্যাকশন না নেন তা হলে আমার উপর ছেড়ে দেবেন। আমি দু’দিনে ওই ওসিকে চেঞ্জ করে দেব।’ খাদিকুলকাণ্ডের পর এগরা থানার ওসি মৌসম চক্রবর্তীর বদলির কথা উল্লেখও করেছেন তিনি। প্রশাসনিক ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন পুলিশমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘এখানেও নতুন ওসি এসেছে। আগে যিনি ছিলেন, তাঁকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশন নেননি।’সঠিক সময়ে প্রশাসন সঠিক কাজ করত তা হলে এমন জিনিস ঘটত না।’
খ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, ‘শব্দবাজি কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করতে যান। তাতে প্রাণহানি হয়।’ তিনি জানান, নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং পরিবার পিছু একটি করে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে।তিনি নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেকও তুলে দেন। ভবিষ্যতে এরম যাতে না হয় তাও দেখবেন তিনি বলে জানান।
Average Rating