২৪ আওয়ার্স টিভি র তরফে সেরার সেরা শারদ সম্মাননা পল্লিবাসী দুর্গোৎসব কমিটিকে
24Hrs Tv ওয়েব ডেস্ক : পল্লিবাসী দুর্গোৎসব কমিটির এবারের সার্ব্বজনীন দুর্গোৎসব ৫৩ তম বর্ষে পা দিল। এবারের অভিনব চমক আলোকছায়ায় মহামায়া। মহামায়া রুপে সেজে উঠেছে মা। পল্লিবাসী দুর্গোৎসব কমিটির দুর্গোৎসব পরিদর্শনে গিয়েছিল ২৪ আওয়ার্স টিভি। পরিশ্রম এবং উপস্থাপনার বিচারে কে হবে সেরার সেরা ? এর একমাত্র অনুপ্রেরনা হল আত্মবিশ্বাস। এর জন্য় অক্লান্ত পরিশ্রম করে সামনে অগ্রসর হতে হয়। পল্লিবাসী দুর্গোৎসব কমিটির ‘আলোকছায়ায় মহামায়া ‘এর মাধম্য়ে ফুটিয়ে তুলেছেন মায়ের অনন্য়তা।
তাদের এই অভিনব উদোগ্য়কে সবার মাঝে তুলে ধরতে ও যথার্থ সম্মান জানাতে ২৪ আওয়ার্স টিভি র পক্ষ থেকে সেরার সেরা শারদ সম্মান ২০২৩ তুলে দেওয়া হয় পল্লিবাসী দুর্গোৎসব কমিটিকে। সেরার সেরা শারদ সম্মান হাতে পেয়ে আনন্দিত পল্লিবাসী দুর্গোৎসব কমিটির সদস্য়গন । তাদের উচ্ছাস ভাগ করে নিল ২৪ আওয়ার্স টিভির সঙ্গে।