
প্রকাশ্যে পরিণীতি চোপড়া অভিনীত ‘কোড নেম তিরঙ্গা’-র পোস্টার
ফের দর্শকদের নিজের অসাধারণ অভিনয় উপহার দিতে চলেছেন পরিণীতি চোপড়া। আসতে চলেছে পরিণীতি চোপড়ার পরবর্তী ছবি ‘কোড নেম তিরঙ্গা’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার।
পরিণীতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, “দেশ. ভালবাসা. বলিদান।” প্রতিভাবান এই অভিনেত্রী বলেন, ‘আমি আবার ফিরে এসেছি সম্পূর্ণ নতুন অবতারে নিজেকে উপস্থাপন করতে যা আগে কেউ আমাকে করতে দেখেনি! আমি যেমন ছিলাম তেমনই নতুন বিষয়বস্তু নিয়ে কাজ চালিয়ে যাওয়া এবং দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য আমার কাজ চলতে থাকবে’। সোশ্যাল মিডিয়ায় তার প্রথম লুক প্রকাশ পেতেই আলড়ন সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে। পোস্টারটি শেয়ার করার পরেই অভিনেত্রীর ভক্তরা তার প্রতি তাদের ভালবাসা জানিয়েছেন নেট মাধ্যমে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া এবং হার্ডি সান্ধু। সম্ভবত ২০২২ সালের ১৪ অক্টোবর মুক্তি পেতে চলেছে পরিণীতি চোপড়া অভিনীত ছবি ‘কোড নেম তিরঙ্গা’ ।