
শিয়ালদহ মেন লাইনে যাত্রী দুর্ভোগ,সমস্যায় পড়েছেন যাত্রীরা
24Hrs Tv ওয়েব ডেস্ক : এবার ভোগান্তির মুখে পড়লেন শিয়ালদহ মেন লাইনের যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ, প্রায় প্রতিটি ট্রেনই ২০-২৫ মিনিট দেরিতে চলছে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে ট্রেন। একে দেরিতে চলছে ট্রেন, তার পর অনেক লোকাল বাতিল। ফলে ভিড়ও হচ্ছে বেশি। এর জেরে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। আবার কিছু যাত্রী অভিযোগ করছেন যে , অফিসে যেতে পারছেন না তাঁরা , ফলে অফিস কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে বলে তাঁরা জানান । অনেক যাত্রীর অভিযোগ, ট্রেন কখন ছাড়বে, তার কোনও ঘোষণাও করা হচ্ছে না।
কল্যাণী এবং নৈহাটি স্টেশনের মধ্যে নন-ইন্টালকিংয়ের কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বহু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ডানকুনি দিয়ে ঘোরানো হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই দুর্ভোগ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আপাতত যাত্রীদের কিছুদিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ,পরে সুবিধা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।