
বক্স অফিস কালেকশনে ঝড় তুলতে পারে ‘পাঠান’
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনা ভালই টের পাওয়া যাচ্ছে। আর ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত তাঁরা আরও বেশি উত্তেজনা প্রকাশ করছেন। তাই বক্স অফিস কালেকশনে ‘পাঠান’ যে ঝড় তুলতে চলেছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে।
সম্প্রতি সামনে এসেছে বৃহস্পতিবার পর্যন্ত ‘পাঠান’ ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা। তা দেখেই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কতটা হতে পারে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে। শুক্রবার থেকে পুরোদমে শুরু হবে এই ছবির অগ্রিম টিকিট বুকিং। তবে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে শুরু হয়ে গিয়েছে এই ছবির অগ্রিম টিকিট বুকিং। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে, প্রথমদিন বক্স অফিসে কতটা ঝড় তুলতে চলেছে কিং খানের ‘পাঠান’।