
‘পত্নীব্রতা’ স্বামী হলেন শাহিদ কাপুর,বিয়ের পর যেন হঠাৎ বদল অভিনেতার
24Hrs Tv ওয়েব ডেস্ক : যতই রিল লাইফে ‘টাফ’ কবীর খানের চরিত্রে অভিনয় করে থাকুন না কেন, রিয়েল লাইফে তিনি কিন্তু, সম্পূর্ণ ‘পত্নীব্রতা’ স্বামী। তিনি তাঁর ব্যক্তিগত জিবনে একদমই আলাদা। স্টার কিড হলেও বলিউডে কেরিয়ার গড়ার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে শাহিদ কপূরকে। একটা সময় তিনি জানিয়েছিলেন যে প্রথম ছবি পাওয়ার আগে অন্তত ১০০বার তাঁকে প্রত্যাখ্যাত হতে হয়েছে। বিভিন্ন সাক্ষাতকারে শাহিদ কপূর বলে থাকেন যে, তাঁর কাছে অডিশনে যাওয়ার মতো টাকাও ছিল না। ২০০৩ সালে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় শাহিদ কপূরের। তাঁকে দেখা যায় ‘ইশক ভিশক’ ছবিতে। বলিউডে ডেবিউ হওয়ার আগে বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন তিনি। যেহেতু শাহিদ কপূর একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তাই নয়ের দশকের বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের কাজ পাচ্ছিলেন। কিন্তু নায়ক হিসেবে তিনি কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না। এর জন্য অনেক কাঠ খড় পড়াতে হয়েছিল শাহিদ কাপুরকে। পরে প্রথম ছবিতেই বেস্ট মেল ডেবিউ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ কপূর। এরপর আর তাঁকে অপেক্ষা করতে হয়নি। সূরজ বরজাতিয়ার ‘বিবাহ’ থেকে ইমতিয়াজ আলির ‘যব উই মেট’ কিংবা বিশাল ভরদ্বাজের ‘কমিনে’, একের পর এক ছবি করতে থাকেন।
২০১৫ সালে বিয়ে করেন শাহিদ-মীরা। দেখাশোনা করে বিয়ে হয় তাঁদের। এত বছরের দাম্পত্যে বন্ধুত্ব আর প্রেম হাত ধরাধরি করে চলেছে শাহিদ-মীরার জীবনে। দম্পতির রসায়ন বলিপাড়ায় অনন্য উদাহরণ রেখেছে। তাঁদের দুই সন্তান। কন্যা মিশা কপূর, পুত্রের নাম জৈন।’কমপ্লিট ফ্যামিলি ম্যান’ রিল লাইফের কবীর খান এখন পাকা ফ্যামিলি ম্যান। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ”আমি একজন কমপ্লিট ফ্যামিলি ম্যান। আমার স্ত্রী আছে। দুই সন্তান আছে। তাই বুঝে শুনে খরচ করি। আগে আমি ব্যাচেলর মানুষ ছিলাম। তা যা দু’হাতে খরচ করতে পারতাম। কিন্তু, এখন তা করি না। এখন মীরার অনুমতি ছাড়া এক টাকাও খরচ করি না।” বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগে তিনি ছিলেন এক অন্য মানুষ।
Average Rating