
মুখ খুললেই মানুষ দুরে সরে যাচ্ছে? কোন কোন রোগের উপসর্গ
24Hrs Tv ওয়েব ডেস্ক : আপনি কি ভীষন পসিটিভ, কিন্তু কথা বলার সময় উদবিগ্ন হয়ে পড়েন? তবে এই সমস্য়া কি আপনার জীবনে রোজ রোজ দেখা দেয়। পেঁয়াজ, রসুন, কমলালেবুর রস এবং কিছু মসলার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া যেকোনো খাবার দাঁতের ফাঁকে আটকে থাকলে মুখে দুর্গন্ধ হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকলেও কিন্তু মুখে দুর্গন্ধ হয়। যাঁরা অ্যালকোহল কিংবা ধূমপান করেন, তাঁদের মুখেও দুর্গন্ধ হয়। মুখ যাঁদের শুষ্ক হয়ে থাকে, তাঁদেরও মুখে দুর্গন্ধ হওয়ার প্রবণতা বেশি। মুখ খোলা রেখে যাঁরা ঘুমান, তাঁদের মুখ শুষ্ক হয়ে থাকে। আবার কিছু ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও মুখ শুষ্ক হয়ে যায়। সাধারণত দাঁতের কোনও সমস্যা থাকলে যেমন দাঁতের গোড়া ও মাড়ি থেকে রক্তপাত, জিভ কিংবা মুখের ভিতর কোনও রকম সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হয়। তাই খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে, পর্যাপ্ত জল না খেলেও মুখে দুর্গন্ধ হতে পারে। আরও নানা কারণে মুখে দুর্গন্ধের সমস্যা হতে পারে।
সাইনাসে সংক্রমণ হলে গাঢ় হলুদ বা সবুজ রঙের মিউকাস বেরিয়ে আসে নাক কিংবা মুখ দিয়ে। এই কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। দাঁতের সমস্যা মুখে দুর্গন্ধের শিকার হতে হয়। দাঁত ভাল রাখতে ভূমিকা রয়েছে এই ভিটামিনের। দেহে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে, মুখে জীবাণু সংক্রমণ দেখা দিলে দুর্গন্ধ হতেই পারে। এছাড়াও অন্যতম প্রধান কারণ হতে পারে ভিটামিন সি-র অভাব।