
জন্মদিনে সলমনের বাড়ির সামনে এলোপাথাড়ি লাঠি পুলিশের
প্রত্যেক বারের মতো এ বছরও সলমনের জন্মদিনে সারা দিন ধরে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন অভিনেতার বাসভবনের সামনে। ‘ভাইজান’কে শুধু একটি বার দেখার ইচ্ছা সবার। সেই ইচ্ছাপূরণও হল। মঙ্গলবার সন্ধ্যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে হাত নাড়লেন সলমন। আর তাতেই বাধ ভাঙে উচ্ছ্বাস। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে। সলমনের অনুরাগীরা তাকে এক ঝলক ভাল করে দেখতে ধাক্কাধাক্কি শুরু করে দেন। তাই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই বছরেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন। তাই সলমনের সুরক্ষার কথা মাথায় রেখে এ বার তাঁর বাড়ির সামনে জনসমাগমে নিষেধ করা হয়েছিল। কিন্তু বিশেষ দিনে অসংখ্য অনুরাগীরা সলমনকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। সলমন খান তাঁদের সঙ্গে দেখা করতেই বাড়ির বারান্দায় আসেন। কিন্তু সর্বক্ষণ তাকে মুড়ে রেখেছিল কড়া নিরাপত্তা।