
প্রকাশ্যে এল পোন্নিইন সেলভান ২-এর টিজার ও মুক্তির তারিখ
মুক্তি পেল মণি রত্নমের পোন্নিইন সেলভান ২-এর টিজার। একইসঙ্গে ঘোষণা করা হল ছবি মুক্তির দিনও। আগামি ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পোন্নিইন সেলভান ২। সব মিলিয়ে বর্ষশেষে বিনোদনের ডবল ডোজ নিয়ে হাজির হলেন পরিচালক মণি রত্নম।
চোল বংশের প্রেক্ষাপটে লেখা কালকি কৃষ্ণামূর্তির বিখ্যাত উপন্যাস অবলম্বনেই পরিচালক মণি রত্নম সিনেমার পর্দায় পোন্নিইন সেলভান তৈরি করেছেন। লম্বা বিরতি কাটিয়ে রুপোলি দুনিয়ায় মনি রত্নমের হাত ধরে কামব্যাক করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মুক্তির পরেই বক্স অফিসে দারুণ সফল হয়েছিল পোন্নিইন সেলভান-১। মাত্র পাঁচ দিনেই ৩০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে নতুন রেকর্ড পর্যন্ত গড়ে ফেলেছিল এই ছবি। প্রথমভাগ দর্শকের দরবারে জনপ্রিয় হওয়ার পরেই অল্প সময়ের ব্যবধানেই প্রকাশ্যে আনলেন সিনেমার দ্বিতীয় ভাগের কয়েক ঝলক। এই ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, চিয়া বিক্রম, তৃষা কৃষ্ণণ, কার্থির মতো একঝাঁক তারকা। তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে পোন্নিইন সেলভান ২।