
এবার ‘হোম কেয়ার’ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতাল, মিটবে কি বেডের সমস্যা?
পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: রাজ্যে বেলাগাম ডেঙ্গি বিপদ। এই রোগের বাড়বাড়ন্ত ঠেকানো যাচ্ছেনা বাংলায়। ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। আর তার মধ্যে বেশিরভাগ আক্রান্তের চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। আবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে বহু মানুষের। এমনই এক পরিস্থিতিতে সেই হাসপাতালগুলিতে শয্যার অভাব দেখা দিয়েছে। ডেঙ্গি পরিস্থিতিতে ‘হোম কেয়ার’ পরিষেবা দিতে শুরু করেছে শহরের বেশ কয়েকটি হাসপাতাল। করোনার সময় শয্যা অপ্রতুল থাকার কারণে একইভাবে হোম কেয়ার পরিষেবা দেওয়ার পথ বেছে নিয়েছিল বহু বেসরকারি হাসপাতাল। এই রোগের ক্ষেত্রেও ঠিক সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়িতে থেকেই ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের নজরদারিতেই নিয়মিত রোগীদের পরীক্ষা করা হচ্ছে। রোগীদের সঙ্গে চিকিৎসকরা কথা বলে নিয়মিত পরিষেবা দিচ্ছে এবং রোগীর প্লেটলেট গণনা এবং অন্যান্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও ফোনে অথবা ভিডিয়ো কলের মাধ্যমে নিয়মিত রোগীদের পরামর্শ দেচ্ছেন ডাক্তাররা। আমরি হাসপাতালও চালু করেছে এই পরিষেবা। এমনকী কোভিডের সময়ের মতোই হাসপাতালের তরফ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে।

ইতিমধ্যে জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্তদের হোম কেয়ার পরিষেবা দিচ্ছে শহরের ৫টি বেসরকারি হাসপাতাল। এক্ষেত্রে হোম কেয়ারে থাকা রোগীদের অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তির জন্য ব্যাবস্থা করা হচ্ছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে। আরএন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেসও এই পরিষেবা চালু করেছে। এছাড়া, নারায়না হাসপাতাল, মেডিকা হাসপাতালেও চালু করা হয়েছে এই পরিষেবা।