আর মাত্র একদিন ,অস্কারের আগেই পার্টির আয়োজন প্রিয়াঙ্কা চোপড়ার

Read Time:3 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের সন্ধ্যা। তার আগে দক্ষিণ এশীয় শিল্পীদের সম্মানে পার্টির আয়োজন করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এই নিয়ে পর পর দু’বছর ‘সাউথ এশিয়ান এক্সেলেন্স’ উদ্‌যাপনে পার্টির আয়োজন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। পার্টিতে উপস্থিত ছিলেন চলতি বছরের অস্কারের অন্যতম চর্চিত তারকা রাম চরণ ও তাঁর স্ত্রী। উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী ও লেখিকা মিন্ডি কালিং, ‘ব্রিজেরটন’ খ্যাত সিমোন অ্যাশলি, পোশাকশিল্পী ট্যান ফ্রান্সের মতো তারকারা । অন্য দিকে, পার্টিতে সামিল হয়েছেন প্রিয়াঙ্কার স্বামী ও পপ তারকা নিক জোনাস, মা মধু চোপড়া এবং জোনাস পরিবারের একাধিক সদস্য। তাঁদের সবার সঙ্গে ছবি তোলেন প্রিয়াঙ্কা চোপড়া । গ্ল্যামার দুনিয়ার ঝলকানির মধ্যেও নিজের পরিবারের জন্য ঠিক সময় বার করেন তিনি । প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ তারকার অনুরাগীরা।

এই পার্টির জন্য ভারতীয় পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি পোশাকে সেজেছিলে প্রিয়াঙ্কা চোপড়া। সাদা করসেট টপ, কাঁধে থরে থরে সাদা পালকে সাজানো পালকের মত শ্রাগ। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সাদা সূক্ষ্ম কাজের স্কার্ট। সঙ্গে কাজলকালো চোখ। পার্টিতে প্রিয়ঙ্কার ‘লুক’ নজর কেড়েছিল সবার। তবে সবার আগে নিজের তারকা স্ত্রীর প্রশংসায় পপ তারকা নিক জোনাস। ইনস্টাগ্রামে পার্টির ছবি শেয়ার করে নিক লেখেন, প্রিয়ঙ্কাকে নিয়ে গর্বিত তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস রঙিন থাকেন সর্বক্ষণই। প্রকাশ্যে ভালবাসা প্রকাশ করতে পিছিয়ে যান না নিক জোনাস বা প্রিয়াঙ্কা চোপড়া কেউই। তাঁর স্বামীর কাছে প্রিয়াঙ্কাই সেরা ‘চিয়ারলিডার’৷ কিন্তু এই জুটিকে বয়সের পার্থক্যের জন্য বারংবার ট্রোলিং এর মুখোমুখি হতে হয়েছে । তবুও সব আলোচনা সমালোচনা পার করে একসাথে আনন্দে মেতে ওঠে তাঁরা দুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *