ঘূর্ণিঝড় বিধ্বস্ত মৌসুমী দ্বীপে অসহায় মানুষের পাশে বিশিষ্ট আইনজীবী রাজেশ ক্ষেত্রী
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ বিধ্বস্ত সাধারন মানুষের দুর্দশার ছবি প্রথম তুলে ধরে সংবাদ মাধ্যম। আর সেই ক্ষয়ক্ষতি টিভিতে দেখে, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য মনস্থির করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী শ্রী রাজেশ ক্ষেত্রী।
কলকাতার সল্টলেকের বাসিন্দা আইনজীবী রাজেশ ক্ষেত্রী জানান যে সংবাদমাধ্যমে সুন্দরবনের ঘূর্ণিঝড় বিধ্বস্ত অসহায় মানুষদের দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তাই তিনি অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে।
তিনি তাঁর নিজের পরিশ্রমের পয়সা খরচ করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সল্টলেক থেকে ছুটে যান ঘূর্ণিঝড় বিধ্বস্ত মৌসুমী দ্বীপে।সেইখানে পৌঁছে তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন মৌসুমী দ্বীপের প্রায় ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে।