
মহালয়ায় মুক্তি পেল নতুন জুটি নিয়ে পুজোর নতুন গান ‘এল রে এল পুজো’
মুক্তি পেল পুজোর নতুন গান । এবার নতুন জুটি সৃজিলা গুহ ও জন ভট্টাচার্য্যের। এসভিএফ প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেল পুজোর গান ‘এল রে এল পুজো’। আর এই গানে জুটি বাঁধলেন এই দুই তারকা ।
এসভিএফ প্রযোজনা সংস্থা নিয়ে এল পুজোর নতুন গান ‘এল রে এল পুজো’। নাকাশ আজিজ ও সেঁজুতি দাসের কন্ঠে মুক্তি পেল পুজোর এই গান। তালে ছন্দে নতুন গান মন ছোঁবে বলেই আশা সবার । পাড়ার পুজো মণ্ডপে বাজবে ‘এল রে এল পুজো’, আশা জন-সৃজিলার । এই গানে জন-সৃজিলার জুটিও মন ছুঁয়ে নেবে বলে মনে করা হচ্ছে। গায়ক নাকাশ আজিজ বলছেন, ‘এসভিএফের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে । এই গানটা নিয়ে আমি ভীষণ উৎসাহী । এসভিএফ মিউজিকের এই বছরের পুজোর অ্যান্থম গান এটি। এই গানে কাজ করার প্রথম থেকেই আমি ভীষণ আগ্রহী ছিলাম। আশা করি গানটা মানুষের ভালো লাগবে ।’ এই গান সম্পর্কে জন ভট্টাচার্য্য বলছেন, ‘প্রথম যখন থেকে এই গানটা শুনি, মনে হয়েছিল, এই গানটি নিয়ে আমি কাজ করতে চাই। নাকাশের গলায় এই গানটা একটা দারুণ নাচের গান। আশা করি মানুষ এটাকে পুজোর একটা ট্রেন্ডিং গান করে তুলবে।’