ছবিতে লুকিয়ে মৃত্যুরহস্য! রাজা চন্দের নতুন সিরিজ ‘পিকাসো’-তে মুখ্যভূমিকায় টোটা

Read Time:4 Minute

পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-ছবিতে তাঁর অভিনয় বহুল প্রশংসিত। অতএব একথা বলাই বাহুল্য যে টলিউডের পাশাপাশি বলিউডের বহু শিল্পীদের থেকে প্রশংসা কুড়িয়েছেন এই বাঙালি অভিনেতা। তবে এই প্রথমবার রাজা চন্দের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। রাজা চন্দের নতুন ওয়েব সিরিজে এবার এক নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সেই ওয়েব সিরিজে অন্যতম মুখ্য চরিত্রে টোটা রায় চৌধুরীর সঙ্গে দেখা যাবে সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলি ও কাব্য ভৌমিকের মতো অভিনেতা-অভিনেত্রীদের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে এই সিরিজের ফার্স্টলুক।

এই থ্রিলার সিরিজের গল্প বোনা হয়েছে পলাশ মুখোপাধ্যায় নামক এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীকে কেন্দ্র করে। সবার কাছে পিকাসো নামেই পরিচিত তিনি। কিন্তু, দুই জনের প্রতিকৃত আঁকার পরেই গল্প নয়া মোড় নেয়। যাদের ছবি তিনি আঁকেন, রহস্যজনক ভাবে তাঁদের দুজনেরই অকাল মৃত্যু হয়। এই এই ঘটনাটি কভার করতে শ্রেয়া নামের এক সাংবাদিক পোঁছে যায় পিকাসোর কাছে। অথচ ঠিক এই সময় আরও একটি অঘটন ঘটে। একজন উঠতি মডেল যার ছবি পিকাসো এঁকেছিলেন তাঁরও মৃত্যু হয়। এই মৃত্যুগুলির নেপথ্যে কী কোন রহস্য রয়েছে? তা নিয়েই বোনা হয়েছে এই সিরিজের গল্প। এই প্রথম রাজা চন্দের সঙ্গে কাজ করলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। তবে কারও চরিত্র নিয়ে বেশি কথা বলতে চাননি পরিচালক রাজ চন্দ। যদিও তিনি জানান যে পাবলো পিকাসো নামটা বহুদিন ধরে তাঁকে টানত। সুতরাং পিকাসোকে নিয়ে কাজ করতে পারার প্রাপ্তিটা তাঁর কাছে অনেক। অন্যদিকে, প্রথমবার ক্লিকে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন টোটা রায়চৌধুরী। তিনি জানান যে পুরো টিমের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। পাশাপাশি এই ওয়েব সিরিজে তাঁর নতুন চরিত্রটা একেবারে অন্যরকম বলেও জানান তিনি।

কিছুদিন আগেই হইচই-য়ের ‘নিখোঁজ’ সিরিজে দেখা গিয়েছিল টোটা রাজচৌধুরীকে। সেখানে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন তিনি। সেই সিরিজে তাঁর সঙ্গে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এরইমধ্যে নতুন সিরিজ নিয়ে হাজির হবেন অভিনেতা। স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। এই থ্রিলার সিরিজের গল্পকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। সেই সত্য অন্বেষণ করতে গিয়ে কোন রহস্যের উন্মোচন করতে শুরু করে শ্রেয়া? কেনই বা খুনগুলো করা হয়েছিলো এবং পিকাসোকে অনুসরণ করার পিছনে কার হাত রয়েছে? রহস্যের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী মাসে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। রাজা চন্দের প্রযোজনায় ও পরিচালনায় মুক্তি পাবে থ্রিলার ওয়েব সিরিজ পিকাসো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *