
‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচারে নারাজ রণবীর কপূর, গলা বসেছে আলিয়ারও!
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : আলিয়া ভট্ট বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় স্বামী ও অভিনেতা রণবীর কপূরের একটি ভিডিও পোস্ট করেন । সূত্রের খবর ,ভিডিও দেখে বোঝা যাচ্ছে বেশ রেগেই রয়েছেন অভিনেতা। তিনি না কি আর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’র প্রচার করতে রাজি নন। খুবই বিরক্ত শোনাচ্ছে তাঁর কথা। কিন্তু কী এমন হল হঠাৎ? আবার কীসের প্রচার?৪ নভেম্বর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। আর তার আগে ছবির প্রচার নিয়ে ফোনে কারও সঙ্গে কথা বলতে শোনা গেল রণবীর কপূরকে। অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘না ভাই অনেক হয়েছে। ব্রহ্মাস্ত্রের প্রচার অনেক করেছি, অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গ অনেক দিয়েছি। ব্রহ্মাস্ত্র এবার ডিজনি প্লাস হটস্টারে আসছে, এর মানে কী?
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। কিন্তু ওটিটিতে ছবি আসার খবর নিয়ে আর প্রচার করতে রাজি নন পর্দার ‘শিবা’। বেশ বিরক্তই তিনি। সূত্রের খবর, রণবীরকে এরপর বলতে শোনা যাচ্ছে, ‘এতবার তো আলিয়াও সিনেমায় “শিবা, শিবা” বলেনি। নিজে নাচ করতে করতে ভূত হয়ে গিয়েছি। প্রত্যেকটা ইভেন্টে কেসরিয়া গাইতে গাইতে আলিয়ার গলা বসে গেছে। ১৫০ ড্রোন উড়িয়ে ফেলেছি, ২৫০ লাড্ডু বিলিয়েছি। এরপর আর কী করব? সকলের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে বলব যে ‘ভাই ও বোনেরা, আমাদের ছবি ব্রহ্মাস্ত্র ডিজনি প্লাস হটস্টারে আসছে, দয়া করে দেখবেন।