
প্রকাশ্যে ‘অ্যানিমল’ ছবিতে রণবীরের প্রথম লুক
নতুন বছরের প্রথম দিনেই প্রকাশ্যে এল রণবীর কপূরের ‘অ্যানিমল’ ছবির প্রথম লুক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না। এই ছবির হাত ধরে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না। অ্যাকশন ঘরানার এই ছবিতে এক ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে দেখা যাবে রণবীর কপূরকে।
সামনে এল ‘অ্যানিমল’ ছবির পোস্টার। পোস্টারে একেবারে অন্য ধরনের অবতারে দেখা গেল রণবীর কপূরকে। মুখে সিগারেট নিয়ে সেটা জ্বালাতে উদ্যত অভিনেতা। এদিকে গোটা শরীর, মুখ রক্তাক্ত। রয়েছে রক্তমাখা একটা কুড়ুলও। সেই সঙ্গে নজর কেড়েছে রনবীরের মাথায় লম্বা চুল ও মুখ ভর্তি দাড়ি গোঁফও। সম্পূর্ণ অ্যাকশন দৃশ্যে এই ছবিতে ধরা দেবেন রনবীর। রণবীর ও রশ্মিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনিল কপূর, ববি দেওল, তৃপ্তি দিমরির মতো অভিনেতাদেরও। সম্ভবত ২০২৩ সালের ১১ ই অগাস্ট মুক্তি পাবে ‘অ্যানিমল’।