বেপরোয়া বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাঙড়!

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গা বোমাবাজি হচ্ছে । এবার তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে রাতের অন্ধকারে গুলি চালানোর অভিযোগ উঠল । এবার এক তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় । সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর , প্রায় ১২ রাউন্ড মতন গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এখনও তাজা বোমা পড়ে আছে এলাকায় । এই ঘটনা ভাঙড়ের বড়ালি গ্রামের ঘটনা। তবে দুষ্কৃতীরা তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ির লক্ষ্য করে গুলি চালায় ।

সূত্রের খবর , ফজলে করিম গুলির আওয়াজ শুনে খাটের নীচে ঢুকে যায় ফজলে করিম । সকালে উঠে দেখেন, দরজা জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল বাহিনী রাতেই ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করে । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তৃণমূল নেতার মন্তব্য , তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গুলি চালানোর ঘটনা ঘটে ।

সূত্রের খবর , কয়েকদিন আগে এই ফজল করিম ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন । সেই জেরে তাঁর বাড়িতে হামলা হয়েছে এমনটাই তিনি দাবি করেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই একের পর এক উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। বুধবার সকালেও তৃণমূল নেতার বাড়ির সামনে গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। বাড়ির সামনে পড়ে রয়েছে তাজা বোমা। কিন্তু এখনও পর্যন্ত বোমা উদ্ধার হয়নি। এই খবরটা দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে । আক্রান্ত তৃণমূল নেতা জানিয়েছেন, “কাইজার একের পর এক অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি মুখ খুলেছিলামব তার জন্য আজ আমার ওপর এই হামলা ।” তবে আক্রান্ত তৃণমূল নেতার বাড়িতে এসেছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম । তিনি জানান , “নিশ্চিতভাবে দল সিদ্ধান্ত নেবে। প্রশাসনের ওপর আস্থা রয়েছে। যারা দোষী, তারা নিশ্চিত শাস্তি পাবে।” এই ঘটনার তদন্ত করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *