রাজীব হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক: কংগ্রেস

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গত ১১ ই নভেম্বর ৬ জনকে মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার অপরাধে। দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন জানাবে তারা, কংগ্রেসের তরফে জানা গিয়েছে।
১৯৯১ সালের ২১ মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল। মোট ৭ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত, সূত্রের খবর। এরপরে ২০১৪ সালে সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায়। গত ১১ ই নভেম্বর একটি নির্দেশে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ছ’জনকে মুক্তির নির্দেশ দেয়। ২০১৪ সালের আগে মে মাসে আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
দলের তরফে বলা হয়েছিল, ওই অপরাধীরা জেল থেকেই মুক্তি পেয়েছেন। তারা কিন্তু জামিন পাননি। রাজীব গান্ধীকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত ৬ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদন করবে কংগ্রেস।
অন্য আরও একটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জমা পড়তে চলেছে সুপ্রিম কোর্টে। এক দশক পরে ছাওয়ালা ধর্ষণ কাণ্ডের
আসামিদের বেকসুর খালাস করেছিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আরজি জানাতে চলেছে দিল্লি সরকার। এ বিষয়ে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *