
গলার লাল দাগ, জামাইষষ্ঠীতে এল না কোনও পোস্ট, তবে কি সংসারে অশান্তি সুদীপ্তা সৌম্যর
24Hrs Tv ওয়েব ডেস্ক : পয়লা মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। সোমবার দীর্ঘ দিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সুদীপ্তা। নবদম্পতির এখন ভরা সংসার। ধূমধাম করে বিয়ে হয়েছে দুজনের। প্রেম থেকে গাঁটছড়া সোজা বিয়ের মণ্ডপে একসাথে বাঁধা পড়লেন দুজন। জাঁকজমক ছাপিয়ে গেছিলো রিসেপশনে। এবার তো জামাইষষ্ঠী বলে কথা, সেখানে জাঁকজমক থাকবে না এমন হয় নাকি? তবে না সেরকম কিছুই হয় নি। জামাই ষষ্ঠীতে কোন ছবি বা পোষ্ট আসে নি তো। আসে নি কোন ছবি। তবে কি তাঁদের সংসারে অশান্তি? নানান জল্পনা কল্পনা ভেসে আসছিল টলিপাড়ায়। ঠিক তখনই মুখ খুললেন সুদীপ্তা। জানালেন এর আসল রহস্য। সবকিছু ঠিকঠাক আছে তাঁদের মধ্যে। না বক্সি বাড়ির আদরের স্ত্রীর সাংসারিক জীবনে পড়ে নি কোন অশান্তির আঁচ। জামাইষষ্ঠী না হওয়ার পেছনে কারন ছিল বললেন সুদীপ্তা। তবে হবে না এমন বলেননি। নিয়ম মেনে জামাইষষ্ঠী পালন করা হবে।
জানালেন জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি পাননি তিনি। তাই সেলিব্রেশন হয়নি। গতকাল সারাদিন কেটেছে শুটিং করেই। তবে দেরিতে হলেও সেলিব্রেশন হবে। আগামী রবিবার তাঁর ছুটি। তাই ওই দিনটিই সেলিব্রেশনের জন্য ঠিক করে নিয়েছেন সুদীপ্তা। ওই দিন চুটিয়ে ভুরিভোজ হবে বন্দ্যোপাধ্যায় বাড়িতে। হাজির থাকবেন সৌম্যও। ছুটির দিন হবে খাওয়াদাওয়ার লম্বা লিস্টি। তাঁর ও আয়োজন থাকবে রবিবার। ভুরিভোজের অপেক্ষায় আছে বক্সি বাড়ির সৌম্য। জামাইষষ্ঠী বলে কথা। অন্যদিকে জামাইষষ্ঠীর সমস্ত আয়োজন করতে ব্যস্ত বন্দ্যোপাধ্যায়ের পরিবার।
বিয়ে পরবর্তী সমস্ত আচার-আচরণ নিষ্ঠাভরে পালন করেছেন বক্সী বাড়ির বউমা। সদ্যই ‘সোহাগ জল’-এর শ্যুটিংয়েও ফিরেছেন তিনি। সংসার আর শ্যুটিং, দুটোই সামলাচ্ছেন সুদীপ্তা। নায়িকার বিয়ের বয়স বেশিদিন হয় নি। বিয়ের পর থেকে দাম্পত্য জীবনের একের পর এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন সুদীপ্তা। গত সোমবারই ইনস্টায় একটি ছবি পোস্ট করেন সুদীপ্তা। যার জেরে জোর চর্চায় নতুন বউ। বিয়ের পর থেকেই সিঁথি ভরা সিঁদুর, শাঁখা-পলা হাতে পড়েছে অভিনেত্রী। বরকে নিয়ে নিমন্ত্রণ বাড়িতে হাজির হয়েছিলেন সুদীপ্তা। জলপাই রঙের শাড়িতে ঝলমল করলেন নায়িকা। তবে তাঁর সৌন্দর্যকে ছাপিয়ে সবার নজর কাড়ল গলার লাল দাগ। এ তো যে সে দাগ নয়, একেবারে লাল দাগ , ‘লাভ বাইটস’বলে কথা। নায়িকা অবশ্য সে সব নিয়ে কোনও মন্তব্য করেননি।
Average Rating