ফের খারিজ অনুব্রতর জামিনের আবেদন !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আবারও কেষ্টর কেষ্ট বাড়ল । অর্থাৎ ফের খারিজ হল অনুব্রতর জামিনের আবেদন । গরুপাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । অনুব্রত মণ্ডল দুটি মামলা নিয়ে গিয়েছিলেন হাইকোর্টে । যদিও দুটি মামলার মধ্যে এর আগে একটি মামলা খারিজ হয়ে যায়। তারপর বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জামিনের আবেদনে জন্য যে মামলা ছিল সেটিও খারিজ হয়ে গেল ।

উল্লেখ্য , অনুব্রত মণ্ডল মূলত দুটি আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রথমটি হল সিবিআইয়ের করা মামলায় জামিন সংক্রান্ত আবেদন । আর দ্বিতীয়টি হল ইডির এফআইআর খারিজের আবেদন। সেই দ্বিতীয় আবেদনটি ইতিমধ্যেই বিচারপতি বিবেক চৌধুরী খারিজ করে দিয়েছেন । এরপর জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনে ডিভিশন বেঞ্চ । তারপর রায়দান স্থগিত রাখে। এরপর আজ ডিভিশন বেঞ্চও কেষ্টর জামিনের আর্জি খারিজ করে দেয় । সূত্রের খবর, গতকাল দু’টি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি । প্রথমত, দুবরাজপুরের ঘটনা । যেখানে এক বছর আগে হওয়া অভিযোগের ভিত্তিতে সরাসরি গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে । সেই ঘটনায় রাজ্য সরকার কোনও সদুত্তর দিতে পারেনি । কারণ যে ধারায় মামলা রুজু করা হয়েছিল সেই ধারায় গ্রেফতারের কোনও প্রয়োজনীয়তা ছিল না। সেক্ষেত্রে অন্য কোনও তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করা হচ্ছে কি না, বিচারপতি সেই প্রশ্ন সরাসরি করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *