
ফের কাঁকিনাড়া থেকে উদ্ধার বোমা !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আবারও একাধিক জায়গায় অস্ত্রের খোঁজ । ফের কাঁকিনাড়ায় বোমা উদ্ধার হল । সূত্রের খবর , ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কাছারি এলাকা থেকে ভাটপাড়া থানার পুলিশ ১৭টি তাজা বোমা উদ্ধার করেছে । পুলিশ জানিয়েছে , বোমাগুলি গলির মধ্যে পরিত্যক্ত ভাবে পড়েছিল । আগেও একবার ২৫অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয় । ১০ বছরের বালকের হাত উড়ে যায় । এরপর থেকে ভাটপাড়া, জগদ্দল, কাঁকিনাড়া-সহ বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

সামনেই পঞ্চায়েত ভোটে । আর এই ভোটের আগে বিভিন্ন জায়গা অস্ত্র-গুলি পাওয়া যাচ্ছে । ঠিক যেমন ভাবে কিছু দিন আগে কুলতলিতে অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে । পুলিশ ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে । সূত্রের খবর, গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, ৩ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল । তাদের কাছ থেকে একটি এক রাউন্ড, ওয়ান শটার গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ,দুটি তাজা বোমা ও একটি দোনলা বন্দুক উদ্ধার হয় । এই ঘটনার জেরে একজনকে পুলিশ গ্রেফতার করে ।
সম্প্রতি কলকাতার গড়িয়া স্টেশন থেকে গভীর রাতে বিস্তর বোমাবাজি চলেছে । রাত আড়াইটে নাগাদ বোমাবাজির আওয়াজে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে । ঠিক তার পরে মঙ্গলবার সকালে সেখানে রাস্তায় তিনটে বোমা পড়ে থাকতে দেখা যায়। ওই এলাকা যথেষ্ট জনবহুল এলাকা । আশেপাশে রয়েছে বাড়িঘড়, দোকান-বাজার। এলাকায় সাতসকালে রাস্তায় বোমা পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় । যেখানে বোমা পড়েছিল তার পাশেই খেলার মাঠ, শিশু উদ্যান, স্কুল রয়েছে । এমনকি সেখানে অনেকেই মর্নিং ওয়াকে যান। বোমা ফাটত একটু খেয়াল করতে না পারলেই । পুলিশ তল্লাশি চালাচ্ছে
পঞ্চায়েত ভোটের আগে একের পর এক রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে অস্ত্রের খোঁজ মিলছে । এই ঘটনায় জেরে পুলিশ তল্লাশি চালাচ্ছে।