জালিয়াতির শিকার ইছাপুরের বাসিন্দা, অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষ

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ উত্তর ২৪ পরগনার ইছাপুরের আনন্দমঠ এলাকার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এক লহমায় দেড় লক্ষ টাকার বেশি উধাও। প্রতারণার পর নোয়াপাড়া থানার সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন ওই বাসিন্দা। পরিবারের বক্তব্য, যা হারানোর হারিয়েছে। কিন্তু আর যাতে কেউ এভাবে প্রতারিত না হন, তার জন্য তাঁরা সকলকে সতর্ক করতে চান।
বিদ্যুৎ বিল বাকি থাকার জন্য এই মর্মে এসএমএস আসে ইছাপুর ৫০২/সি আনন্দমঠের বাসিন্দা কৌশিক চক্রবর্তীর মোবাইল ফোনে। এই শুনে কৌশিকবাবু মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে ফোন করেন ফোনটা বিজি টোন আসে। অপরদিক থেকে ফোন আসে, “আপনি কি বিদ্যুতের বিল পেমেন্ট করেছেন? যদি করে থাকেন তাহলে সেটা আপডেট করতে হবে ২৫ টাকা জমা দিয়ে তার জন্য আপনি আমাদের দেওয়া একটি অ্যাপ ডাউনলোড করুন।” সেইমতো হোয়াটসঅ্যাপে দেওয়া সেই অ্যাপটি ডাউনলোড করেন কৌশিকবাবু এবং সেই অ্যাপের মাধ্যমে ২৫ টাকা পেমেন্ট করতে থাকেন কিন্তু বারবার ‘সিটি ফেলিওর’দেখায়। ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তিনি ওই অ্যাপে দিয়ে দেন। ঠিক তারপরেই কয়েকটি ওটিপি আসে তাঁর ফোনে। এরপরই প্রায় ছয় থেকে সাতবার ওটিপি আসে। তিনি বুঝতে পারেন এটি ‘টিম ভিউয়ার’স অ্যাপ, যেটি ডাউনলোড করলে অপরপ্রান্ত থেকে এ প্রান্তের সবকিছুই দেখা যায় মোবাইল ফোনে। সেখানেই বিপত্তি। পাঁচ মিনিটের মধ্যে দেড় লক্ষেরও বেশি টাকা উধাও হয়ে যায় কৌশিকবাবুর অ্যাকাউন্ট থেকে। কখনও সাড়ে ২৫ হাজার, কখনও ২৫,৮০০, কখনও আবার ২৫ হাজার; সবমিলিয়ে, ১ লক্ষ ৬৫ হাজার টাকা এভাবেই তিনি প্রতারণার শিকার হয়েছেন। কৌশিকবাবু সাইবার সেলের দ্বারস্থ হন। অভিযোগ জানান নোয়াপাড়া থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *