
আফগানদের অনুরোধেই তাঁদের ক্লাস নিয়েছেন সচিন তেন্ডুলকর, সচিনের পরামর্শে উজ্জীবিত খেলোয়াড়রা
24Hrs Tv ওয়েব ডেস্ক জুলি সাউ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে আফগানিস্তান ক্রিকেটারদের আত্মবিশ্বাস দ্বিগুণ করতে তাদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আফগানিস্থানের খেলার ঝড় ওড়ানোর দৃশ্য আমরা আগেই দেখেছি। এখনও পর্যন্ত সাতটি ম্যাচে চারটিতে জয়ের সাফল্য পেয়েছে তারা। এমনকি হারিয়েছে পাকিস্তান, ইংল্যান্ডকেও। এবার যুদ্ধ সেমিফাইনালের। ২টো ম্যাচ জিততে পারলেই তারা উঠে যাবে সেমিফাইনালে। যদিও সামনে কঠিন দুই প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবারই (৭ নভেম্বর) আফগানিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর এই ম্যাচের আগেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের কাছ থেকে টিপস পেয়ে গেল আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সোমবার আফগানিস্তান শিবিরে হাজির হন সচিন তেন্ডুলকর। আফগান খেলায়াড়দের সঙ্গে কথা বলেন সচিন। তাঁদের টিপস দেন। আর এই টিপ্স পেয়ে উজ্জীবিত আফগানিস্তান ক্রিকেটাররা। আফগানিস্তানের একাধিক ক্রিকেটারের অনুরোধ ছিল যে, একশো সেঞ্চুরির মালিক এসে, তাঁদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করুন। হাশমাতুল্লাহদের অনুরোধ ফেলতে পারেননি সচিন। তিনি এসে দীর্ঘক্ষণ রশিদ খানদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেন। এদিন টসের সময়ে হাশমাতুল্লাহ বলেছেন, ‘সচিন এই খেলার কিংবদন্তি। ওর থেকে শিখতে পেরে আমরা রোমাঞ্চিত।’ হাশমাতুল্লাহরা সচিনকে গুরুদক্ষিণাও দিয়েছেন। সচিনের জন্য় তোলা ছিল আফগানিস্তানের বিখ্যাত হাতে বোনা কার্পেট ও কেশর।