নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা সায়নী ঘোষের
অভিনেত্রী এবং তৃণমূল নেত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সায়নীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছায় সায়নী ঘোষ। শুক্রবার সকাল ১১টা ২২ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন সায়নী। বেশ হাসিমুখে ইডি দপ্তরে ঢুকতেও দেখা যায় তাঁকে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমাকে ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়া হয়। ভোটের কাজে ব্যস্ত ছিলাম। তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।” সূত্রের খবর, সায়নী জেরায় চার পাতার প্রশ্নমালা সাজিয়েছে ইডি। তদন্তকারীদের দলে রয়েছেন মহিলা আধিকারিকও। গত ১০ বছরের আয়কর সংক্রান্ত নিয়ে আসতে বলা হয় সায়নীকে।
গত মঙ্গলবার সায়নী ঘোষের কাছে ইডি’র নোটিস পৌঁছয়। তারপর থেকে আর সায়নী ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন বলেই দাবি করে বিরোধীরা। যদিও বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সেই দাবি খারিজ করেন। নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকমাস ধরে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের পর কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।