আসছে ‘টাইগার ৩’, বলিউডে ৩৫ বছর উদযাপন করলেন সলমন

Read Time:4 Minute

বক্স অফিস মাতাচ্ছেন কিং খান। তারই মাঝে দাবাং ভক্তদের অপেক্ষা এখন টাইগার ৩-এর জন্য। কবে আসছে সেই সিনেমার ট্রেলার?

24Hrs Tv ওয়েব ডেস্ক : স্পাই ইউনিভার্সের শেষ ছবি ছিল ‘পাঠান’। পাঠানকে বাঁচাতে চলন্ত ট্রেনে আচমকাই এসে পৌঁছান টাইগার সলমান। পর্দায় পাঠান-টাইগারের বন্ধুতার এই দৃশ্য দেখিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। ২০১৮ সালে জিরো ফ্লপ করার পর ফের পরপর দুটো ব্লকবাস্টারে নিজের জলওয়া দেখিয়েছেন শাহরুখ। একই হাল বলিউডের আরেক খানেরও। বহুদিন হল বক্স অফিসে হিট আসেনি বলিউডের টাইগারের। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’- ছবির প্রথম ঝলক। ইতিমধ্যেই টিজার হিট হওয়ায় স্পাই ইউনিভার্স নিয়ে চর্চা এখন তুঙ্গে। ‘টাইগার কা মেসেজে’র রেশ কাটতে না-কাটতেই মুক্তি পেয়ে গেল ‘টাইগার ৩’- এর ট্রেলার।

সম্প্রতি বলিউডে ৩৫ বছর পূর্ণ করলেন সলমন। সলমন জানান, যারা তাঁকে সেই প্রথম দিন থেকে ভালোবাসা দিয়ে আসছে, সামাজিক মাধ্যমে তাঁকে বিশেষ উপলোবদ্ধি করিয়েছেন শেষ ৩৫ বছর ধরে, তাঁদের কাছে তিনি ধন্য। এই দীর্ঘ কেরিয়ারের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে স্পেশাল। তিনি আরও জানান যে, ৩৫ বছরের এই মাইলস্টোন টাইগার ৩- দিয়ে উদযাপন করতে পেরে তিনি খুব খুশি। তাঁর বিশ্বাস, টাইগার ৩- এর মাধ্যমে দর্শকদের বড় উপহার দিতে পারবেন তিনি । তাঁর মতে, পর্দায় অ্যাকশন করা তাঁর বরাবরের পছন্দের। তাই টাইগার ৩-এর অফার পাওয়া তাঁর কাছে বিশেষ গুরুত্ব রাখে।

টাইগার ৩ যশ রাজ ফিল্মসের স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং গল্পটি লিখেছেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ট্রেলার মুক্তির তারিখ ঘোষণার কয়েক মিনিটের মধ্যে, ‘টাইগার ৩ ট্রেলার’ ট্রেন্ডিং হতে শুরু করেছে। খবরটি শেয়ার করে একটি পোস্ট করে YRF। পোস্টে জানান, ১৬ অক্টোবরে আগের চেয়ে আরও জোরদারভাবে মুক্তি পেতে চলেছে। দিওয়ালিতে বড় পর্দায় হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে টাইগার ৩। অনেকদিন পর পর্দায়, টাইগার আর জোয়া অর্থাৎ সলমন এবং ক্যাটরিনাকে একসঙ্গে দেখতে পাবে দর্শকরা। আপাতত অপেক্ষা টাইগার ৩-এর ট্রেলারের। আর তারপরেই মুক্তি পাবে সিনেমার প্রথম গান। টাইগারের ছবিতে ক্যামিওতে থাকতে পারেন পাঠানও। পাঠান-এ যেভাবে উপস্থিত হয়েছিলেন টাইগার, সেভাবেই টাইগার ৩-তে দেখা যেতে পারে শাহরুখকে। তবে,তাঁর ক্যামিও সম্পর্কে বিশদ এখনও জানা যায়নি। কিন্তু, একদিকে সলমান খানের সঙ্গে ক্যাটরিনা কইফ। তার উপর আবার ছবিতে মুখ দেখাতে পারেন শাহরুখও। সব মিলিয়ে মনে করা হচ্ছে ট্রেলারেই বাজিমাত করবে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *