
‘উঁচাই’ ছবিতে জায়গা পেলেন না সলমন?
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : বন্ধুত্বের গল্প বলতে আসছে ‘উঁচাই’ ছবি। অমিতাভ বচ্চন, অনুপম খের , বোমান ইরানি এবং ড্যানি। সদ্যই মুক্তি পেয়েছে পরিচালক সূরজ বরজাতিয়ার বহু প্রতীক্ষিত ছবি ‘উঁচাই’-এর ট্রেলার চার বন্ধুর জার্নি দেখা যাবে এই ছবিতে। জানা যায়, ‘উঁচাই’ ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সলমন খান। পরিচালক সূরজ বরজাতিয়ার সঙ্গে তাঁর সম্পর্কও অত্যন্ত ভালো। কিন্তু তারপরও নিজের ছবিতে কেন ভাইজানকে কাজের সুযোগ দিলেন না ‘উঁচাই’ পরিচালক?
‘উঁচাই’ ছবির বিষয়বস্তু প্রসঙ্গে পরিচালক সূরজ বরজাতিয়া বলেন, ‘সত্যি কথা বলতে কি, এই ধরনের ছবি আমি প্রথমবার তৈরি করছি। গল্পের লেখক সুনীল আমাকে এই ছবির বিষয়বস্তু বলে। চারজন বন্ধু। যাঁদের প্রত্যেকের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। তাঁদের এভারেস্ট অভিযানের নানা কাহিনী ফুটে উঠবে এই ছবিতে। এরকম একটা গল্পের উপর ছবি তৈরি করার চ্যালেঞ্জটা নিয়েই নিই।
‘উঁচাই’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক সূরজ বরজাতিয়া জানান যে, তাঁর এই ছবিতে কাজ করতে চেয়েছিলেন সলমন খান। তিনি বলছেন, ‘যখন আমি এই ছবিটা তৈরি করছি, তখন সলমন আমায় বলে যে, সূরজ তুমি কী তৈরি করছ? তারপর জিজ্ঞাসা করে যে, কেন তুমি পাহাড়ে যাচ্ছো? আমি ওকে ছবির কথা বলায় ও আমায় বলে যে, ও এই ছবিতে কাজ করতে চায়। কিন্তু আমি ওকে সরাসরি না করে দিই। কারণ, আমরা সকলেই জানি যে, সলমন খুব সহজেই পাহাড়ে চড়তে পারবে। কিন্তু আমি এমন কিছু মানুষকে চাইছি, যাদের পাহাড়ে উঠতে অসুবিধা হয়।’ প্রসঙ্গত, পরিচালক সূরজ বরজাতিয়ার সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন সলমন খান। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা।’ এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, ড্যানি, নীনা গুপ্তা, পরিণীতি চোপড়া, শারিকাকে। চলতি বছরের ১১ নভেম্বর মুক্তি পাবে ‘উঁচাই’।