
গানের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল সিধু
গানের মাধ্যমে সমাজের অন্ধকার দিকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুক্তি পেল সিধুর নতুন মিউজিক ভিডিও ‘আর দেরি নয়’। এই গান দিয়ে সমাজের এক বড় অন্ধকার দিক, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সিধু। মূলত বাংলা রক ঘরানার গান এটি। এই গানের প্রতিটি লাইনেই উঠে এসেছে প্রতিবাদের ভাষা।
প্রকাশ্যে এল সিধুর নতুন মিউজিক ভিডিও ‘আর দেরি নয়’। এই গান মূলত ‘ধর্ষণ বিরোধী আন্দোলন’-এর ভাষা। ধর্ষণের বিরুদ্ধে মানুষকে সজাগ করতে ও সচেতনতা ছড়াতেই এই প্রয়াস। সমাজের এক বড় অন্ধকার দিক, ধর্ষণ। প্রতিনিয়ত এই সমাজে, লোকচক্ষুর আড়ালে কত নারীকে যে বিভিন্ন মানুষের লালসার শিকার হতে হয় তার কোনও হিসেব নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই অপরাধ ধামাচাপা পড়ে যায়। এবার সেই সমস্ত কিছুর প্রতিবাদ হিসেবে প্রকাশ্যে এল সিধুর নতুন গান। ‘আর দেরি নয়’। গানের ‘এই আমার সেই সমাজ, যেখানে মানবতা হারায়, এই আমার সেই সমাজ, যেখানে হিংস্রতা জন্মায়’, এই দুটি লাইন দিয়েই একটা আস্ত সমাজের ক্ষয়িষ্ণু ছবি ফুটে উঠবে চোখের সামনে। এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রুদ্র সরকার। স্ক্রিনপ্লে তে রয়েছেন রূপন মল্লিক, লিরিক্স ও কম্পোজিশনে অরিজিৎ ঘোষ। মিউজিক ভিডিওয় রয়েছেন সিধু নিজেও।