ডিএ নিয়ে সরব বিজেপী, বিকাশ ভবন অভিযানের ডাক বিজেপির শিক্ষক সংগঠন টিচার্স সেল

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : বকেয়া ডিএ-র দাবিতে অন্য শিক্ষক সংগঠনগুলিও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই ডিএ-র লড়াইকে আরও সংঘবদ্ধ ভাবে রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতেই তাঁরা এই অভিযানে বাকি সংগঠনগুলিকে যোগ দেওয়ার ডাক দিয়েছেন বিজেপির শিক্ষক সংগঠন টিচার্স সেল। এর আগে রাজ্যের বেতন এবং পেনশনভুক কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের অন্য নেতাদের। এ বার বাকি শিক্ষক সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপির টিচার্স সেল। এই আন্দোলনটা ছিল রাজ্য সরকারী কর্মীদের এবার এই আন্দোলনটা আরও মজবুত করতে পথে নামছেন বিজেপি।

এ প্রসঙ্গে বিজেপি টিচার্স সেলের রাজ্য কনভেনর অসিতকুমার মণ্ডল জানান, তাঁরা পার্শ্বশিক্ষক, ভোকেশনাল শিক্ষক এবং শিক্ষাবন্ধুদেরও কেন্দ্রীয় নীতি মেনে ভাতা প্রদান করার দাবিতে মঙ্গলবার পথে নামছেন। পাশাপাশি অবিলম্বে ২০২০-র জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে বলেও তাঁরা দাবি জানাচ্ছেন। রাজ্য সরকারকে ডিএ বাড়াতে হবে এবং বকেয়া ভাতা দেওয়ার ব্যবস্থা অবিলম্বে করতে হবে বলে দাবী তাঁদের। মঙ্গলবার দুপুর ১টায় সাত দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপির শিক্ষক সংগঠন টিচার্স সেল।পাশাপাশি অন্য শিক্ষক সংগঠনগুলির সদস্যদেরও এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এখানে শুধু বিজেপির শিক্ষক সংগঠন টিচার্স সেল থাকছেন না এই আন্দোলনে থাকছেন অন্য শিক্ষক সংগঠনগুলির সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *