সারদা ও নারদ কেলেঙ্কারিতে শুভেন্দু তদন্তকারী সংস্থা ডাকছে না কেন? প্রশ্ন তৃণমূল নেতৃত্বের

Read Time:3 Minute, 18 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করার পর সারদা-নারদ কেলেঙ্কারি নিয়ে তৃণমূল নেতৃত্ব শুভেন্দুকে ফের নিশানা করেছে। এই প্রেক্ষাপটে নিজের যুক্তি ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা। কেন তৃণমূল নেতৃত্ব তাঁদের কথা আদালতে গিয়ে বলছেন না, এবার পাল্টা প্রশ্ন তুলেছেন তিনিও। সোমবার বিধানসভার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, ‘ভারতে বিভিন্ন নেতা-নেত্রীকে বিভিন্ন বিষয়ে এজেন্সির তরফে ডেকে পাঠানো হয়েছে। কেউ দোষী না হলে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা তাঁর কর্তব্য।’নিয়োগ-মামলায় কড়া পদক্ষেপ থেকে অব্যাহতি পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন, সে দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবিতে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের তরফে সোমবার প্রশ্ন তোলা হয়েছে, নির্দিষ্ট অভিযোগ থাকা সত্বেও সারদা ও নারদ মামলায় কেন্দ্রীয় সংস্থা শুভেন্দুকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এমনটাই প্রশ্ন তুলেছে শাসক দল।

চুপ নেই বিরোধী দলনেতা। পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন তিনিও, তাঁর বিরুদ্ধে তদন্ত চাইলে তৃণমূল আদালতে যাচ্ছে না কেন? এমনই প্রশ্ন তুললেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে, আমি কোনও দিন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে বলিনি তদন্ত বন্ধ করা হোক। স্থগিত করা হোক। ওঁদের যদি মনে হয় শুভেন্দু অধিকারীকে আবার ডাকা উচিত তা হলে সংবাদমাধ্যমের সামনে সে কথা না বলে সরাসরি হাইকোর্টে আমার বিরুদ্ধে গিয়ে বলতে পারেন।’তৃণমূল ভবনে শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে নিশানা করে বলেন, ‘প্রথমে আইন জানতে হবে। তদন্ত পুরোপুরি এজেন্সির দায়িত্ব। কোর্ট বলতে পারেন না, তুমি একে এই ভাবে ডাকো, ওকে ওই ভাবে ডাকো। এ নিয়ে পিটিশন হয়েছে কিন্তু সিবিআই পদক্ষেপ নিচ্ছে না।’কুণাল যুক্তি দেখিয়ে আরও জানান যে, ‘গোটা বিষয়টি এত সহজ নয়। যদি এজেন্সিকে ম্যানেজ করা থাকে তবেই এমন বড় বড় কথা বলা যায়।’ আপাতত সিবিআই যখনই চাইবে অভিষেক বন্দ্যপাধ্যায়কে তদন্তের স্বার্থে সহযোগিতা করতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *