
আজ থেকে খুলল সাঁতরাগাছি ব্রিজ
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : অবশেষে খুলল সাঁতরাগাছি ব্রিজ । আজ সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিক যান চলাচল। হাওড়া থেকে কলকাতায় আসার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ । যদিও মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয়েছিল যান নিয়ন্ত্রণ। যার জেরে প্রবল যানজটে পড়েছিলো যাত্রীরা। উল্লেখ্য যানজটে আটকে গাড়ির লম্বা লাইন, অ্যাম্বুল্যান্স, বাসের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হত । মেরামতির জন্য় সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে, এতদিন যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছিলেন ।
এবার থেকে সেই ভাবে আর যাত্রীদের সমস্যায় পড়তে হবে না । যদিও এক মাসেরও বেশি সময় পর আজ খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ । হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ । সূত্রের খবর , এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করত । সকাল থেকে রাত, কোন এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকায় প্রবল যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছিল যাত্রীরা। উল্লেখ্য দুর্ভোগ কমানোর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিজ আংশিক বন্ধ রাখার হয়। যদিও বৃহস্পতিবার রাতের মধ্যে পুরোপুরি কাজ শেষ হয়। আর বড়দিনের আগে অর্থাৎ আজ ২৩ ডিসেম্বর সাঁতরাগাছি ব্রিজ খুলে গিয়েছে । অবশেষে দুর্ভোগ কিছুটা হলেও কমবে ,এমনটাই আশা করছেন যাত্রীরা ।