এগড়ায় এবার বস্তা বন্দি বারুদের সন্ধান, ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড

Read Time:2 Minute, 58 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : পুরো এলাকা এদিন ঘুরে দেখে সিআইডি-র তিন সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড। কারখানা চত্বরের মধ্যেই আরও একটি ঘরের হদিশ পাওয়া যায় সন্ধ্যায়। সেখানে বস্তা বন্দি বারুদও মিলেছে। বিস্ফোরণের পর প্রায় ১০ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে। এখনও যেন সেই প্রবল শব্দ কানে আসছে এগরার বাসিন্দাদের। ৯ জনের দেহ উদ্ধারের খবর এসেছে। তবে স্থানীয় মানুষজনের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে গিয়েছে দেহ, দেহাংশ। পুকুর ছেঁচে তাই তল্লাশি চলছে দেহের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি-র প্রতিনিধি দল। তল্লাশি চালানোর সময় খোঁজ পাওয়া গিয়েছে এক গোপন কুঠুরির, যেখানে আরও অনেক বারুদ বা বাজি তৈরির উপকরণ মজুত আছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন সিআইডি টিম। চূড়ান্ত তদন্তের আশ্বাস মন্ত্রী মানস ভুঁইয়ার। তৃণমূল দলকে চোর চোর বলে স্লোগান। ক্ষোভের মুখে তৃণমূল প্রতিনিধি দল। গ্রামবাসীদের শান্ত থাকার অনুরোধ মন্ত্রী মানস ভুঁইয়ার।

এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তাঁর স্ত্রী মাধবী বাগ ঘটনার সময় ওই কারখানার ভিতরে ছিলেন। বিস্ফোরণে মাধবীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বামী সঞ্জীব বাগ। তিনি আরও জানান, মোট ১৮ জন ছিলেন কারখানার ভিতরে। তবে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত মৃতদের নাম, পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, বাজি কারখানার মালিক ভানু বাগের খুড়তুতো ভাই শক্তিপদ বাগ রয়েছেন মৃতের তালিকায়। শক্তিপদর পরিবার ক্ষোভ উগরে দিয়েছে ভানুর বিরুদ্ধে। বর্তমানে এগরা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে ৪ জনের। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। রবীন্দ্র মাইতি এবং পিঙ্কি মাইতি নামে দুজনকে এদিন রাত সাড়ে ৯ টা নাগাদ এসএসকেএমে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *