ফিরে দেখা ২০২২; দুর্নীতিতে নাম জড়াল যে রাজনীতিকদের!

Read Time:10 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সাল ২০২২, বছর ভর সংবাদ শিরোনামে থেকেছে দুর্নীতি। মাথা হেঁট হল বাঙালির। জুড়ে গেল রাজনীতির সঙ্গে সীমাহীন দুর্নীতি।ক্ষমতা আর অর্থের জোড়া কাঁধে ভর করে অদম্য আসক্তির বিজ্ঞাপন হয়ে উঠল ‘টাকার পাহাড়’! এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাঁর ‘বান্ধবী’ থেকে বীরভূমের ‘বেতাজ বাদশা’, প্রশাসনের কর্তাব্যক্তি থেকে কর্মী সকলেই দুর্নীতি করেছেন হেসেখেলে। বছর শেষে এই ‘দুর্নীতির রিওয়াইন্ড ২৪ আওয়ার্স টিভিতে।

দুর্নীতি, যে দুর্নীতি শাসকদলের অন্দরে ঢুকে গিয়েছে। বিশেষ করে এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মুখে প্রবল চাপে তৃণমূল। শুধু কি শিক্ষক, গরু পাচার মামলা, কয়লা কেলেঙ্কারি- এমন নানা সমস্যা রয়েছে। বর্তমানে সারদা ও নারদ দুর্নীতি মামলা ধামাচাপা পড়লেও, নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলা নিয়ে সিবিআই-ইডির স্ক্যানারে রয়েছে শসাক তৃণমূল।

পরেশ অধিকারী: রাজ্যের শিক্ষাব্যবস্থা কালিমালিপ্ত করার নেপথ্যে প্রথম নাম যাঁর আসে, তিনি পরেশ অধিকারী । রাজ্যের মন্ত্রী অথচ এতদিন তাঁর নাম সেভাবে শোনা যায়নি। কোচবিহারের মেখলিগঞ্জের বিধায়ক শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। আর সেই ‘ক্ষমতা’র জোরে নাকি তিনি নিজের মেয়েকে কাছের স্কুলে চাকরি ‘পাইয়ে’ দিয়েছিলেন। পরবর্তীতে এক যোগ্য চাকরিপ্রার্থীর আইনি লড়াইয়ে মন্ত্রীকন্যার শিক্ষকতার চাকরি বাতিল হয়। কিন্তু তদন্ত করতে গিয়ে জানা যায়, পরেশ অধিকারীর পরিবার, আত্মীয়, বন্ধুদের অনেকেই স্রেফ ‘মন্ত্রী’র ক্ষমতাবলেই শিক্ষা দপ্তরের নানা পদে কর্মরত। আর এখান থেকেই সম্ভবত দুর্নীতির মূল সূত্রের খোঁজ পান ইডি, সিবিআই তদন্তকারীরা। যে জাল এখন গড়িয়েছে বহুদূর।

পার্থ চট্টোপাধ্যায় : শাসকদলের অতি চেনা মুখ পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভা থেকে শিল্প সম্মেলন, দলের পার্টি অফিস থেকে শিক্ষাদপ্তর, একটা সময়ে তাঁর উপস্থিতি ছিল মুখ্য। আর সেই সময়েই কোন চোরাপথে ফাঁদ পেতেছিল বিপদ, টেরও পাননি। যখন পেলেন, বড্ড দেরি হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী থাকাকালীন দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। চাকরির পরীক্ষায় স্বজনপোষণ আর টাকার বিনিময়ে ‘অযোগ্য’ প্রার্থীকে ‘যোগ্য’ করে তোলা – কত বেআইনি কাজই না হয়েছে পার্থর আমলে? অন্তত অভিযোগ তেমনই। ফলে আইনি প্রমাণের দীর্ঘ পথে না হেঁটেও যেন অলিখিতভাবে ‘দোষী’র তকমা পেয়ে গিয়েছেন তিনি। ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রিত্বের চেয়ারটা নেই। দল তাঁকে ত্যাগ করেছে, কেড়ে নিয়েছে তৃণমূলের মহাসচিবের পদ। পাশে থাকার মতো কেউ নেই। সত্তর ছুঁই ছুঁই বহু পরিচিত অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় এখন একলা দিন কাটান প্রেসিডেন্সি জেলে চার দেওয়ালের মধ্যে। বেরনো বলতে আদালতে রুটিন হাজিরা। ‘দুর্নীতি’র নাগপাশ থেকে কবে মুক্তি মিলবে, জানা নেই।

অর্পিতা চট্টোপাধ্যায় : এ শহরের বুকে এত টাকা লুকিয়ে রয়েছে তা কে জানত? এদিক টালিগঞ্জ তো ওদিকে বেলঘরিয়া। সাধারণ এক মডেলের সাধারণ ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা গুনতে আনতে হল মেশিন! ঘরে কার্যত টাকার পাহাড়। কার ঘরে? নাম তার অর্পিতা মুখোপাধ্যায় । শোনা যায়, বেলঘরিয়ার দেওয়ানপাড়ার মেয়ে অর্পিতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’। নাকতলা উদয়ন সংঘের পুজোর মুখ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি মডেল-অভিনেত্রীকে। বেলঘরিয়ার বাড়ি, টালিগঞ্জের ফ্ল্যাট সব জায়গায় টাকা আর টাকা। মেশিনের গণনায় ৮০ কোটি পেরিয়ে যায়। সেইসঙ্গে তাল তাল সোনা। হার, কাঁকন, বালা, চেন, সোনার বাট, সোনার ঘড়ি নিয়ে তার আর্থিক পরিমাণ সাড়ে চার কোটি টাকা। সেসব স্বর্ণভাণ্ডার এখন ইডির জিম্মায়। আর অর্পিতার উচ্চাকাঙ্খা এখন বন্দি আলিপুর মহিলা সংশোধনাগারে।

মানিক ভট্টাচার্য : প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। পর্ষদের কাজে তিনি আগেই বরখাস্ত হয়েছিলেন। পরে তৃণমূলের হয়ে লড়াই করে বিধায়ক হন। সেই জোরেই হয়ত ইডি, সিবিআইয়ের সমন পেয়েও বারবার এড়িয়ে গিয়েছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। গ্রেপ্তার হওয়ার পর মানিকের কীর্তি দেখে চোখ কপালে দুঁদে গোয়েন্দাদের! তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ টাকার বিনিময়ে স্কুলশিক্ষকের চাকরি বিক্রি। চোরাপথে সেই টাকা যে কায়দায় তাঁর কাছে পৌঁছত, সেই পদ্ধতি রীতিমত মাথা খাটিয়ে বের করা। লাগেজ ব‌্যাগের ভিতর কার্ডবোর্ড দিয়ে তৈরি ফ্ল‌্যাপ ফাইলের কাগজের আড়ালে ফাইল ভরতি বিপুল পরিমাণ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যর হাতে এভাবেই তিন বছরে পৌনে ২১ কোটি টাকা পৌঁছে গিয়েছিল। এই চক্রে জড়িত তাঁর ছেলে, শ্যালকও।

শান্তিপ্রসাদ সিনহা : এসএসসি দুর্নীতি শেষ কোথায় তানিয়ে রয়েছে সংশয়। একের পর এক কর্তাব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর সেই ষড়যন্ত্রের খোলস খুলছে পরতে পরতে। আর সেই খোলসের এখজন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। যেখানে যা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, সবটাই তাঁর জ্ঞাতসারেই হয়েছে বলে অভিযোগ। তিনিও জেলবন্দি।

অনুব্রত মণ্ডল : যার নামেই কাঁপে বীরভূম। সিপিএম আমলের একরোখা, প্রতিবাদী কেষ্ট কালক্রমে শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতায় পরিণত হয়েছেন। অনুব্রত মণ্ডলের উত্থান চমকপ্র। নিজের হাতে লালমাটিতে ঘাসফুল ফোটানোর কাণ্ডারি অনুগামীদেরও কেরিয়ার গুছিয়ে দেওয়ার দায়িত্বভার একার কাঁধে নিয়ে ফেলেছিলেন। যেমন কড়া, তেমন নরম। কখনও ‘গুড়-বাতাসা’, কখনও ‘চড়াম চড়াম’ দাওয়াই দেওয়া কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে হাজারও মামলা। কিন্তু সেসবে তাঁর প্রতাপ কমেনি। তাঁকে প্যাঁচে ফেলল গরু! আগস্টের ১১ তারিখ গরু পাচার মামলায় অভিযুক্ত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। ধরা পড়ে তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেন। দেখা যায়, তাঁরও সম্পত্তি অঢেল। কিন্তু কোনওটা যে বেআইনি, তা প্রমাণ করা ইডির পক্ষে কঠিন। অনুব্রতর গ্রেপ্তার পর্বে তো টুইস্টের শেষ নেই। ইডি তাঁকে জেরার জন্য দিল্লি নিয়ে যেতে চেয়েছিল। সমস্ত রকম আইনি পথে গিয়েও যখন চূড়ান্ত রক্ষাকবচ মেলেনি, তখন কী এক খেলায় তিনি নিজের অনুকূলে টেনে নেন পরিস্থিতি। দলেরই এক কর্মীর দায়ের করা অভিযোগে পুলিশ হেফাজতে এখানেই রয়ে গেলেন কেষ্ট। নতুন বছরে তাঁর ডেস্টিনেশন কি দিল্লির তিহার, সবটাই প্রশ্নাতীত।

তালিকা আরও দীর্ঘ। শুধুমাত্র এসএসসি, টেট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় তদন্তকারীদের হেফাজতে আরও অনেক কর্তাব্যক্তিই। অশোক সাহা, প্রসন্ন রায়, রঞ্জন মাইতি। মামলা চলছে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাঁদের জেলবন্দির মেয়াদ। নতুন বছরে কি তাঁদের জেলমুক্তি ঘটবে? উত্তর দেবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *