
প্রয়াত অভিনেত্রী রিয়ার খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বুধবার বাগনানে জাতীয় সড়কের উপর ভোরে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুন হন। খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । সূত্রের খবর, প্রাথমিকভাবে অনুমান, রিয়াকে শোয়া অবস্থায় গুলি করা হয় । নিহত অভিনেত্রী রিয়া কুমারীর স্বামী বলেছেন, ‘২ বছরের মেয়ে রয়েছে আমার, স্ত্রীকে খুন করিনি’। এছাড়াও তিনি স্বীকার করেছেন যে তাঁদের দাম্পত্য সম্পর্কে সমস্যা চলছিল। পুলিশ সূত্রের খবর, জেরায় প্রকাশ জানিয়েছেন, তাঁর মা-বাবার সঙ্গে থাকতেন প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় স্ত্রী রিয়া ফ্ল্যাটে থাকতেন । প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রকাশের যোগাযোগ রাখা পছন্দ করতেন না রিয়া, এমনটাই খবর সূত্রের।
প্রয়াত অভিনেত্রীর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল প্রকাশকে। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। তদন্তে উঠে এসেছে আর্থিক দিকও। সূত্রের খবর, পুলিশ জানতে পেরেছে, বাজারে ৩০-৪০ লক্ষ টাকা দেনা রয়েছে প্রকাশের। রিয়ার নামে মোটা অঙ্কের জীবনবিমার টাকা হাতাতেই কি খুনের ছক? এমন প্রশ্নও উঠে আসছে ।
প্রয়াত অভিনেত্রী রিয়া কুমারীর দেহের ফরেন্সিক পরীক্ষা হবে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। তার আগে, আজ ঘটনাস্থলে গিয়ে এলাকা পরীক্ষা করে ফরেন্সিক। বাগনান থানায় রাখা প্রকাশ কুমারের গাড়িরও ফরেন্সিক পরীক্ষা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায়, রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে আছে কি না, তা খতিয়ে দেখা হবে।