
‘এই প্যান্ডেল সারা বিশ্বে রামমন্দিরের বার্তা পাঠাচ্ছে,’ সন্তোষ মিত্র স্কোয়ারে বললেন শাহ
24Hrs Tv ওয়েব ডেস্ক : সৌরভ দত্ত: কলকাতায় উদ্বোধন হয়ে গেল ‘রামমন্দির’-এর। উদ্বোধন করলেন অমিত শাহ। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, ‘সকালে গুজরাত থেকে বেরিয়ে, ছত্তীশগড় হয়ে বাংলায় এসেছি। শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ পেতে। এটা বঙ্গবাসীর কাছে দীপাবলির চেয়েও বড় উৎসব। পূর্ব ভারতে দুর্গাপুজো করে শক্তির আরাধনা হয়।’ অমিত শাহ আরও বলেন, ‘আজ কোনও রাজনৈতিক কথা বলতে আসিনি। তবে আমি পশ্চিমবঙ্গে আসব, রাজনৈতিক কথা বলব ও পরিবর্তের জন্য পুরোপুরি জোর লাগাব। জানুয়ারিতে রামমন্দির উদ্বোধন হওয়ার আগে উত্তর কলকাতার রামমন্দিরের উদ্বোধন কলকাতাবাসী করে দিলেন। মায়ের কাছে মানুষের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করব। আর বাংলা থেকে অন্যায়-দুর্নীতি দ্রুত বন্ধ হোক, মা এই শক্তি আমাদের সবাইকে দিন,সেই প্রার্থনা করব। উত্তর কলকাতার এই প্যান্ডেল রামমন্দির তৈরির আগেই সারা বিশ্বে রামমন্দিরের বার্তা পাঠাচ্ছে, তার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ।’
পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ”অনেকে বলেন রামচন্দ্র নাকি বাংলার দেবতা নন, তিনি বাকি বাইরে থেকে এসেছিলেন। আমি শুধু বলতে চাই এই অকাল বোধন রামচন্দ্র করেছিলেন। গোটা ভারতবর্ষ ভুলে গিয়েছে, বাঙালি ভোলেনি। তাই রামচন্দ্র কখনও বাইরের হতে পারেন না।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত পিতৃপক্ষে নয়, মাতৃপক্ষের দ্বিতীয় দিনে এখান উপস্থিত হয়েছি। আমরা আনন্দিত, অমিত শাহ আজ এখান পুজোর উদ্বোধন করতে এসেছেনে।” অমিত শাহ তাঁদের পুজোর উদ্বোধন করায়, ভীষণই খুশি প্রকাশ করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান কর্ণধার সজল ঘোষ। এই বছর অযোধ্যার রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। এই থিমকে ঘিরে প্রথম থেকেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই থিমের কটাক্ষ করতে শোনা যায় তৃণমূলকে। সেই সময় কুণাল ঘোষ দাবি করেন, এই পুজো উত্তর কলকাতা লোকসভা এলাকায় পড়ে। ২০২৪ সালে ফের ওই লোকসভা কেন্দ্রে তাঁদের দলই জিতবে বলেও দাবি করেন তিনি।