শাহজাহানের শাগরেদরা সিবিআই জিঞ্জসাবাদের মুখোমুখি

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: বুধবার জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালির বহিস্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। গাড়িতে ওঠার সময় হঠাৎই মুখ খোলেন শাহজাহান। উঁচু স্বরে বলেন, “আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।” পাশাপাশি এও বলেন, “সব মিথ্যে! আমাকে ফাঁসানো হয়েছে।” এই পরিস্থিতিতে রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্তে নেমে ৫ জানুয়ারি আকুঞ্জি পাড়ায় শাহজাহানের বাড়িতে অভিযানে গেলে, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত সিবিআই গ্রেফতার করেছে ১৬ জনকে। এবার তদন্তের জাল গোটাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও ১৩ জনকে তলব করেছে।

বুধবার রাজবাড়ি এলাকার বাসিন্দা তপন সর্দার, আব্দুল করিম, ইন্দ্রজিৎ হালদার, খোকন সর্দার সহ আরও একজন নিজাম প্যালেসে জিঞ্জসাবাদের মুখোমুখি হয়েছে। জানা গিয়েছে, সিবিআই আগেই নোটিস দিয়েছিল কলকাতার অফিসে হাজিরার জন্যে। সেইমতো এদিন তাঁরা জিঞ্জাসাবাদের মুখোমুখি হয়েছে। আরও জানা যাচ্ছে, এই জিঞ্জসাবাদ পর্ব আগামীকালও চলবে। ওইদিন অন্য অভিযুক্তদের জিঞ্জাসাবাদ করা হতে পারে।

ইতিমধ্যেই ইডির ওপর চড়াও হওয়ার অভিযোগ যে ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তারা আদৌ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, সেই প্রশ্নের সমাধান খুঁজতে স্থানীয় এক চা বিক্রেতাকে নিয়ে বসিরহাট আদালতে গিয়েছিল সিবিআই। আদালতে ওই চা বিক্রেতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে এমনটাই খবর।

অন্যদিকে, বিশেষ ইডি আদালত শেখ শাহাজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে জমি দখল সহ একাধিক অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *