
আবারও ‘সিএএ’ নিয়ে শান্তনু ঠাকুরের, মতুয়া ভোটব্যাংক নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ পুরনো নেতা-কর্মীদের ক্ষোভ-বিক্ষোভে পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীকোন্দল এমনিতেই গোটা সংগঠন ছন্নছাড়া। এরমধ্যেই রাজ্য বিজেপির সামনে আশঙ্কার ‘সিঁদুরে মেঘ’ ঘনাচ্ছে মতুয়া ভোটব্যাংক নিয়ে।
দীর্ঘদিন ধরেই সিএএ প্রয়োগ এবং নাগরিকত্ব সংশোধন আইন চালু নিয়ে কেন্দ্রীয় সরকারের গড়িমসিতে ক্ষোভ জমছিল রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মধ্যে। গত রবিবার ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের ওপর নিজের অসন্তোষ খুল্লামখুল্লা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। পাশাপাশি এই ইস্যুতে রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীকে খোঁচা দিতেও কসুর করেননি তিনি। আসন্ন পঞ্চায়েত ভোটে মতুয়া সম্প্রদায়ের সমর্থনের পাল্লা কোন দিকে ঝুঁকবে, শান্তনু জানান, এর উত্তর ভাল দেবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। কী চলছে আর কী চলছে না, আমি সত্যিই কিছু জানি না। রাজ্যের নেতাদের জিজ্ঞাসা করা হোক। তাঁরাই বলতে পারবেন।
ঠাকুরবাড়িতে গত রবিবার রাস উৎসব উপলক্ষে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। মহাসংঘের সভাধিপতি হিসাবে বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুরের এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মতুয়াদের পাশে আছেন। তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে মতুয়াদের।’’ শান্তনু বলেন, ‘‘সিএএ নিয়ে আমরা পজিটিভ। কেন্দ্রীয় সরকার একে আইনসম্মত করেছে। শুধু প্রয়োগটা বাকি আছে। আইনের বাধায় যা আটকে আছে।’’
এদিকে রাজ্য বিজেপির অন্যতম নেতা তথা দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কেন্দ্রীয় নেতৃত্বকে লেখা চিঠি নিয়ে জলঘোলা হয়েছে। এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে। এদিন সকালে হেস্টিংস কার্যালয়ে এক বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।