24 Hrs Tv-র পক্ষ থেকে সেরার সেরা সম্মানে সম্মানিত শিবপুর ষষ্টিতলা বারোয়ারি

24Hrs Tv ওয়েব ডেস্ক : শিবপুর ষষ্টিতলা বারোয়ারি কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। ৯৮ তম বর্ষে পদার্পণ করে তাঁদের মণ্ডপ সেজে উঠেছে উদ্বেজন- এর মধ্যে দিয়ে। মানুষের ঢল নেমেছে পুজো মণ্ডপে। ইতিমধ্যে পুজোর রঙে মেতে উঠেছে হাওড়ার শিবপুর ষষ্টিতলা বারোয়ারির দুর্গাপুজা।

র সেই পুজোকেই আরও মাতিয়ে তুলতে 24hrs tv-র পক্ষ থেকে তাদের সেরার সেরা পুজো সম্মানে সম্মানিত করা হয়। শারদ সম্মানে সম্মানিত হয়ে খুশি ক্লাব কর্তৃপক্ষ। আর তাঁদের সেই খুশি ভাগ করে নিলেন 24hrs tv-র সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *