ভবানীপুর আসনের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়

Read Time:2 Minute

আজ ভবানীপুর আসন থেকে পদত্যাগ করলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আজ দুপুর ২টো নাগাদ বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগ পত্র তুলে দেন। জানা গেছে, এবার এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বহু বার রাসবিহারী থেকে বিধায়ক হয়েছেন শোভনদেব। সেখানে এই বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত আসন ভবানীপুরে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল শোভনদেব। এই ভবানীপুর আসন থেকেই নির্বাচনে লড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নন্দীগ্রামেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিয়ম অনুযায়ী যে কোনো একটি আসনে মুখ্যমন্ত্রীকে জিতে আসতে হবে। তাই তৃণমূলের তরফে জানানো হয়েছে, নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই মমতা উপনির্বাচনে লড়াই করবেন।

অন্যদিকে, তৃণমূলের বহু পুরোনো কর্মী হচ্ছেন শোভনদেব। একসময় তিনিই ছিলেন দলের প্রথম বিধায়ক। তৃণমূল গঠনের পর ১৯৯৮ সালে বারুইপুরের বিধায়ক পদ ছেড়ে রাসবিহারী উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। সেই উপনির্বাচনে জয়ী হয়ে তৃণমূলের নেতা হিসেবে প্রথম বিধানসভায় প্রবেশ করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *